হতাশ তামাম মোহনবাগান জনতা। ডুরান্ডের (Durand Cup) প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে ২-৩ গোলে হেরে বসলো তারা।আইলিগের ক্লাবের কাছে হেরে একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়লো সবুজ মেরুন শিবির।
শনিবার শুরু থেকেই কেমন যেনো ছন্দহীন একটা ফুটবল খেলছিলো ১৬ বারের ডুরান্ড জয়ী দল।এখনও দলটার মধ্যে যে ঠিকঠাক বোঝাপড়া গড়ে ওঠেনি সেটা স্পষ্ট।
ম্যাচে দুই বার এগিয়ে গিয়েও, একেবারে শেষ মুহূর্তে রাজস্থানের বিদেশি ফুটবলার বেকতুর আমাঙ্গেলদিয়েভ গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন।
ম্যাচে কার্যত স্পষ্ট একজন প্রকৃত গোল করিয়ে লোকের অভাবে ভুগছে সবুজ মেরুন ব্রিগেড।বেশ কিছু গোল মিস করার খেসারত তারা দিয়েছেন নিঃসন্দেহে বলা চলে।সবুজ মেরূন শিবির যেমন খেলছিলো তাতে প্রথমার্ধেই অন্তত তিন গোলে এগিয়ে যাওয়ার প্রয়োজন ছিলো।কোলাসো’তো হ্যাটট্রিক করার সুযোগ মিস করেছে বলা চলে !
এদিন কাউন্টার অ্যাটাকে গোল করে বেরিয়ে যায় রাজস্থান, কার্যত দর্শক হয়ে দৃশ্যটা গিললো সবুজ মেরূনের ডিফেন্ডার’রা।অভিষেক ম্যাচে অত্যন্ত সাধারণ ফুটবলার মনে হয়েছে পোগবা’কে।
প্রথমার্ধের শেষে কিছু মুহুর্ত আগে গোল করে দলকে এগিয়ে দেন কিয়ান নাসিরি।কিন্তু মোহনবাগান সেই লিড ধরে রাখতে পারেনি,৪৫ মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেন বেখতুর।সেকেন্ড হাফের খেলার শুরু’তেই আশিক গোল করে এগিয়ে দেয় মোহনবাগান’কে।৬১ মিনিটে ফের গোল করে রাজস্থান’কে সমতায় ফেরায় লালরেমসাঙ্গা ফানাই।একেবারে শেষ মুহূর্তে গোটা যুবভারতীতে স্তব্ধ করে দিয়ে বেকতুর গোল করে রাজস্থানের জয় নিশ্চিত করে ফেলেন।