Durand Cup: এই ছকে মুম্বই সিটিকে মাত দিতে পারেন সবুজ-মেরুন কোচ ফেরান্দো

খাতায় কলমে নয়, খেলাটা হয় মাঠে।  ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম‍্যাচে রাজস্থান ইউনাইটেডে কাছে ৩-২ গোলের হারের পর এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর এই…

ATK Mohun Bagan coach Juan Ferrando

খাতায় কলমে নয়, খেলাটা হয় মাঠে।  ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম‍্যাচে রাজস্থান ইউনাইটেডে কাছে ৩-২ গোলের হারের পর এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর এই বিষয়টা বোঝা উচিত।

কারণ খাতায় কলমের হিসেব – নিকেশ যাবতীয় বিফলে যাবে,যদিনা মাঠে নেমে সেই পরিকল্পনা মাফিক খেলা যায়।আগামী ২৪ শে আগষ্ট মুম্বই সিটি এফসি’র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। সেই ম‍্যাচে কি জয়লাভ করতে পারবে সবুজ মেরুন শিবির ? ইতিমধ্যে বিশেষজ্ঞরা সেই প্রশ্ন তুলেছেন, কারণ মুম্বই অত্যন্ত শক্তিশালী একটা দল।

   

ফেরান্দো’কে যদি এই ম‍্যাচের থেকে জয়লাভ করে নিতে হয়,তাহলে নিজের উপর বাড়তি আত্মবিশ্বাস দেখালে চলবেন।রাজস্থান’কে হাল্কাভাবে নিয়ে আর্শ,ছাঙতে,রাঠী’দের খেলতে নামিয়েছিলেন সবুজ মেরুন কোচ,যেখানে শুভাশীষ বোস,লেনি,মনবীর ছিলেন বেঞ্চে।

Advertisements

আগামী ম‍্যাচে জয় তুলে নিতে ফেরান্দো’কে সিনিয়র দলটাকেই নামাতে হবে।মনবীর, লিস্টনের মতো ফুটবলার’দের পুরোপুরি নব্বই মিনিট গেমটাইম দিতে হবে।কর্নার, সেটপিসের সুযোগ গুলো যাতে কাজে লাগানো যায়, সেই বিষয়ে দলের ফুটবলারদের বোঝাতে হবে কোচ’কে।

প্রথম ম‍্যাচে ছন্নছাড়া ছিলো মোহনবাগানের ডিফেন্স, মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে এমনটা হলে গোলের মালা পরতে হবে সবুজ মেরুন’কে।তাই রক্ষন আরও আটোসাটো করার প্রয়োজন আছে।
রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম‍্যাচে প্রচুর গোল করার সুযোগ পেয়েছিল এটিকেম্বি’র ফুটবলার’রা।পরের ম‍্যাচে ফিনিশের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজন আছে তাদের।