জাতীয় দলে ডাক পেলেন এবারের ডুরান্ড জয়ী এই তিন তারকা

দিনকয়েক বাকি। তারপরেই কাতারের বুকে এএফসির অনূর্ধ্ব ২৩ এর (Indian U23 National) এশিয়ান কাপের এশিয়ান কাপের বাছাইপর্বে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। সেজন্য, কিছু ঘন্টা…

Deepesh Chauhan, Makarton Nixon Louis, and Parthib Gogoi

দিনকয়েক বাকি। তারপরেই কাতারের বুকে এএফসির অনূর্ধ্ব ২৩ এর (Indian U23 National) এশিয়ান কাপের এশিয়ান কাপের বাছাইপর্বে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। সেজন্য, কিছু ঘন্টা আগেই খেলোয়াড়দের তালিকা ঘোষণা করেছেন কোচ নৌসাদ মুসা‌। যেখানে এবার দেখা গিয়েছে একাধিক চমক। বঙ্গের দুই দাপুটে ফুটবলার তথা সাহিল হরিজন ও শুভম ভট্টাচার্য। তাঁদের দিকেই এবার বিশেষ নজর থাকবে বাংলার ফুটবলপ্রেমীদের। প্রিমিয়ার ডিভিশন লিগের মতো এবার জাতীয় দলের জার্সিতে ও ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে তাঁদের।

Also Read | এই দাপুটে ফরোয়ার্ডকে দলে পাবে না ইরান, বাড়তি অ্যাডভান্টেজ ভারতের

   

এছাড়াও এই তালিকায় রয়েছেন এবারের ডুরান্ড কাপ জয়ী তিন ফুটবলার। ভারতীয় কোচের তরফে ঘোষিত তালিকা অনুযায়ী এবার নর্থইস্ট ইউনাইটেড থেকে সুযোগ পেয়েছেন যথাক্রমে গোলরক্ষক দীপেশ চৌহান, ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাকার্টন নিক্সন লুইস এবং রাইট উইঙ্গার পার্থিব গগৈ। এবার এই তিন ফুটবলারের দিকেও বিশেষ নজর থাকবে প্রত্যেকের। বলাবাহুল্য, এবারেরই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের শুরু থেকেই অনবদ্য ফুটবল খেলতে দেখা গিয়েছিল নর্থইস্ট ইউনাইটেডকে। যারফলে খুব সহজেই তাঁরা স্থান করে নিয়েছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে।

Also Read | দীর্ঘমেয়াদি চুক্তিতে মুম্বাইয়ের পথে বাগানের এই প্রাক্তন ডিফেন্ডার

Advertisements

সেখান থেকে সেমিফাইনাল জিতে ফাইনাল ম্যাচ। শক্তিশালী ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে খুব সহজেই জয় ছিনিয়ে নিয়েছিল জন আব্রাহামের ছেলেরা। এক্ষেত্রে গোটা টুর্নামেন্ট জুড়ে অনবদ্য পারফরম্যান্স করে এসেছেন ম্যাকার্টন লুইস এবং পার্থিব গগৈ। এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার বিষয়। সূচি অনুসারে আগামী ৩রা সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। যেখানে তাঁদের লড়াই করতে হবে বাহরিন দলের সঙ্গে।

তারপর আগামী ৬ই সেপ্টেম্বর আয়োজক দেশ তথা কাতারের বিপক্ষে ভারতের দ্বিতীয় ম্যাচ। এরপর ৯ই সেপ্টেম্বর ব্রুনাইয়ের জাতীয় দলের সঙ্গে গ্ৰুপের শেষ ম্যাচ। এবার এই আন্তর্জাতিক টুর্নামেন্টের বাছাইপর্বে নিজেকে প্রমাণ করার লক্ষ্য থাকবে সকলের।