কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষার অবসান। মঙ্গলবার রাতে প্রকাশিত হয়েছে ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) কোয়ার্টার ফাইনালের সূচি। আর তাতেই চূড়ান্ত নিশ্চিত হল, এবারের ডুরান্ডে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী (Kolkata Derby)। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। ১৭ আগস্ট, সন্ধ্যে ৭টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ডার্বি। দুই প্রধানের সমর্থকদের মধ্যে উন্মাদনার পারদ এখন তুঙ্গে।
ডার্বির টিকিট (Kolkata Derby Ticket) কবে থেকে পাওয়া যাবে, তা নিয়ে গত কয়েকদিন ধরেই আগ্রহ তুঙ্গে ছিল সমর্থকদের মধ্যে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ আগস্ট সকাল ১১টা থেকে BookMyShow অ্যাপে শুরু হবে অনলাইন টিকিট বিক্রি। একজন সর্বাধিক দু’টি করে টিকিট কিনতে পারবেন। অনলাইনে টিকিট বুকিংয়ের পর, রিডেম্পশন করতে হবে মহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে। রিডেম্পশনের দিন নির্ধারিত হয়েছে ১৪, ১৬ ও ১৭ আগস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
তবে শুধুমাত্র অনলাইনেই নয়, অফলাইনেও পাওয়া যাবে ডার্বির টিকিট। মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দুই ক্লাবের বক্স অফিস থেকেই মিলবে টিকিট। অফলাইন টিকিট বিক্রি শুরু হবে ১৬ আগস্ট, সকাল ১১টা থেকে। এই ক্ষেত্রেও জনপ্রতি টিকিট সংখ্যা সীমাবদ্ধ থাকবে দু’টি।
View this post on Instagram
সূত্রের খবর অনুযায়ী, এবারের ডার্বির টিকিটের দাম নির্ধারিত হয়েছে তিনটি ক্যাটাগরিতে ২০০, ২৫০ এবং ৩০০। টিকিটের দাম অপেক্ষাকৃত কম রাখার চেষ্টা করেছে আয়োজক সংস্থা, যাতে বেশি সংখ্যক দর্শক মাঠে এসে খেলা উপভোগ করতে পারেন।
যদিও এই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি নিয়ে কম নাটক হয়নি। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, ১৭ আগস্ট ডায়মন্ড হারবারের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, আর জামশেদপুরের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। এমনও গুঞ্জন ছিল, দুই প্রধান সেমিফাইনালের আগে মুখোমুখি হতে চাইছিল না। কিন্তু শেষপর্যন্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তে কোয়ার্টারেই হয়ে যাচ্ছে মেগা ডার্বি। বহু বিতর্কের পর এই সূচি চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর।
এবারের ডুরান্ডে বাংলার তিনটি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে তিনটি ম্যাচেই জিতে শেষ আটে উঠেছে ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগানও অপরাজিত থেকেই গ্রুপ শীর্ষে উঠে এসেছে কোয়ার্টারে। ডায়মন্ড হারবার উঠেছে দ্বিতীয় সেরা দল হিসেবে।
ডায়মন্ড হারবারের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ১৭ আগস্টই,জামশেদপুরে। প্রতিপক্ষ শক্তিশালী জামশেদপুর এফসি। অন্যদিকে ১৬ আগস্ট প্রথম দুটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইন্ডিয়ান নেভি বনাম শিলং লাজং এবং নর্থইস্ট ইউনাইটেড বনাম বোডোল্যান্ড এফসি।
ডার্বির পরের ডুরান্ড সেমিফাইনাল হবে যথাক্রমে ১৯ ও ২০ আগস্ট। এর মধ্যে ২০ তারিখের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতাতেই। ডুরান্ড কাপ ২০২৫-এর ফাইনাল নির্ধারিত হয়েছে ২৩ আগস্ট, শনিবার।
Durand Cup 2025 quarter final Mohun Bagan SG vs East Bengal in Kolkata Derby ticket date and distribution details