ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে ৩১ জুলাই। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টায় মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। তাদের প্রতিপক্ষ ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। এই ম্যাচ দিয়েই চলতি ডুরান্ডে অভিযান শুরু করছে গত মরসুমের ফর্মে থাকা মোহনবাগান। ম্যাচটি মিনি ডার্বি হিসেবে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়িয়েছে দুই শিবিরে।
মহামেডান তাদের প্রথম ম্যাচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে পয়েন্ট হাতছাড়া করলেও দলের পারফরম্যান্সে ছিল লড়াইয়ের মানসিকতা। সেই ম্যাচ দেখে মোহনবাগানের সহকারী কোচ বাস্তব রায় (Bastob Roy) জানালেন, “ওরা খুব ভালো দল। পুরো দল একসঙ্গে খেলেছে। কোনো একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না। যারা দলগতভাবে খেলে, তারা অনেক বেশি ভয়ংকর হয়। আমরা এখনও মাঠে নামিনি। কাজেই আমাদের পরিশ্রম আরও বাড়াতে হবে।”
মোহনবাগান শিবিরে যদিও একটাই প্রশ্নচিহ্ন ফুটবলার মনবীর সিং। তার হালকা মাংসপেশির সমস্যার কারণে খেলা নিয়ে অনিশ্চয়তা। বাস্তব রায় বলেন, “আমরা মনবীরকে মেডিকেল টিমের নজরদারিতে রেখেছি। খুব বড় কিছু নয়, তবে ঝুঁকি নিতে চাই না। কাল সকালেই তার ফিটনেস রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”
গত তিন মরসুমে মোহনবাগানের ধারাবাহিক পারফরম্যান্স তাদের ভারতীয় ফুটবলের ‘ফার্স্ট বেঞ্চার’ করে তুলেছে। এবার সেই মান ধরে রাখাটাই চ্যালেঞ্জ। বাস্তব রায় স্বীকার করলেন, “স্বাধীনতা পাওয়া সহজ, কিন্তু তা রক্ষা করা খুব কঠিন। আমাদের কাজ এখন আরও কঠিন।” সিনিয়র খেলোয়াড়দের নিয়েও প্রশ্ন উঠেছিল। কোচ জানালেন, “মনবীর ছাড়া সবাই স্কোয়াডে থাকবে। প্রথম একাদশে কারা থাকবেন, ম্যাচের আগেই সিদ্ধান্ত নেব।”
প্রাক্তন কোচ হোসে মোলিনার সঙ্গে এখনও বাস্তব রায়ের যোগাযোগ রয়েছে। তবে তিনি জানান, “আমরা ফুটবল নিয়ে কথা বলি। এই ম্যাচ নিয়ে আলাদা কোনও পরামর্শ বা চাপ নেই।” দুই দলেই বিদেশিহীন। তাই বিষয়টি নিয়ে বাড়তি সুবিধা মানতে রাজি নন মোহনবাগান কোচ। তার ভাষায়, “দুই দলেই ১১ জন করে খেলবে। যারা ভালো খেলবে, তারাই জিতবে। ৯০ মিনিট খেলার পরই বোঝা যাবে কে কতটা প্রস্তুত।”
প্রথম ম্যাচ, ডুরান্ড কাপের কঠিন ফরম্যাট, কঠিন প্রতিপক্ষ সবকিছু মিলিয়ে চ্যালেঞ্জ অনেক। কিন্তু বাস্তব রায় আশাবাদী। সমর্থকদের উদ্দেশে তার বার্তা, “আমরা জিতব। ওরা যেন আসে, গত তিন-চার বছরের মতো আমাদের পাশে থাকে। আমরা আমাদের সেরাটা দেব। ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব।”
ম্যাচের আগেই দুই শিবিরে উত্তেজনা তুঙ্গে। একদিকে মোহনবাগান তাদের নাম ও মান ধরে রাখার চেষ্টায়, অন্যদিকে মেহরাজউদ্দিনের নেতৃত্বে মহামেডান চাইছে ডায়মন্ড হারবার ম্যাচের ভুল শুধরে নিজেদের প্রমাণ করতে। ৩১ জুলাইয়ের সন্ধ্যা তাই শুধু এক ম্যাচ নয়, কলকাতার মাটিতে আরেকটি ফুটবল উন্মাদনার দিন।
Durand Cup 2025 Mohun Bagan SG vs Mohammedan SC of Mini Kolkata Derby preview where Bastob Roy give important message