কোন কোন স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এবারের ডুরান্ড কাপ?

দেশীয় ফুটবলে ডুরান্ড কাপের (Durand Cup 2025) ভূমিকা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যুগের পর যুগ ধরে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছে ভারতের প্রথম…

Durand Cup 2025 to Be Held Across Five States and Six Venues

দেশীয় ফুটবলে ডুরান্ড কাপের (Durand Cup 2025) ভূমিকা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যুগের পর যুগ ধরে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছে ভারতের প্রথম সারির ফুটবল দল গুলি। এই ট্রফি জয় নিঃসন্দেহে বিরাট বড় সাফল্য দেশের যেকোনো ক্লাবের কাছে। অধিকাংশ সময় এই টুর্নামেন্টে দাপট থেকেছে কলকাতা ময়দানের তিন প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে শেষ মরসুমে সকলকে চমকে দিয়ে এই খেতাব ঘরে তুলে নেয় নর্থইস্ট ইউনাইটেড। যারফলে প্রথমবারের মতো এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট জয় করেছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব।

সেটা নিঃসন্দেহে বিরাট বড় চমক ছিল সকলের কাছে। গত মাসেই শেষ হয়েছে এবারের ফুটবল সিজন। তবে এখন থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে প্রতিটি ফুটবল ক্লাব। পাশাপাশি এখন থেকেই নতুন সিজনের জন্য পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। সেই অনুযায়ী সব ঠিকঠাক থাকলে নয়া সিজনে‌ ডুরান্ড কাপের ম্যাচ আয়োজিত হতে চলেছে আগামী ১৮ই জুলাই থেকে। যা চলতে পারে ২৩ শে আগস্ট পর্যন্ত। এক্ষেত্রে গতবারের মতো এবারও বেশকিছু ম্যাচ থাকবে শহর কলকাতায়। এছাড়াও জামশেদপুরের পাশাপাশি শিলং কোঝিকোড় সহ ইম্ফলের বুকে আয়োজিত হতে চলেছে বেশকিছু ফুটবল ম্যাচ।

   

কিন্তু কোন কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ডুরান্ড কাপের নতুন মরসুমের ম্যাচ গুলি। নয়া তথ্য অনুযায়ী, এক্ষেত্রে কলকাতার মূলত দুইটি স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ম্যাচ। যার মধ্যে রয়েছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী স্টেডিয়াম। পাশাপাশি শিলংয়ের জেএলএন স্টেডিয়ামের পাশাপাশি কোঁকরাঝাড়ের সাঁই স্টেডিয়ামে ও থাকতে চলেছে বেশকিছু ফুটবল ম্যাচ। এছাড়াও জামশেদপুর এবং রাঁচিতে ম্যাচ আয়োজন নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা থাকলেও এক্ষেত্রে নজরে থাকছে মোরহাবাদি স্টেডিয়ামের পাশাপাশি জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে।

Advertisements

পাশাপাশি এবার কয়েকটি ম্যাচ আয়োজিত হতে চলেছে মনিপুরের বুকে। এক্ষেত্রে ইম্ফলের খুয়ান লাম্পাক স্টেডিয়ামে ও হবে টুর্নামেন্টের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বিবিধ বিষয় নিয়ে অশান্ত থেকেছে মনিপুর। তবে এবার শান্তির বাতাবরণ তৈরি করতেই এমন সিদ্ধান্ত সকলের।