গতবারের মতো এবারও যথেষ্ট ভালো ফুটবল খেলছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। কলকাতা ফুটবল লিগে কয়েক ম্যাচ ধরেই ভালো ছন্দে রয়েছে বাংলার এই ফুটবল দলের ছোটরা। দিন কয়েক আগেই ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলার এই ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে একটি মাত্র গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ডায়মন্ড হারবার। আকাশ হেমব্রমের গোল মন জয় করেছিল সকলের। প্রথমার্ধের প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময় আসে গোল। পরবর্তীতে উভয় দল বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত বদল হয়নি ম্যাচের ফলাফল। সেই সুবাদে এবার গ্ৰুপ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই শক্তিশালী ফুটবল ক্লাব।
কিন্তু শুধুমাত্র এই প্রিমিয়ার ডিভিশন লিগ নয়। এবারের ডুরান্ড কাপের পাশাপাশি পরবর্তীতে সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট তথা আইলিগে ও ভালো পারফরম্যান্স করতে মরিয়া অভিষেক ব্যানার্জির এই ফুটবল ক্লাব। সেইমতো অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। বিদেশি তারকাদের পাশাপাশি এক্ষেত্রে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় ভারতীয় ব্রিগেডের উপর। বিশেষ করে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের একাধিক ফুটবলারদের যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। বলতে গেলে এবারের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে প্রতিপক্ষ দলগুলিকে হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার অপেক্ষায় কিবু ভিকুনার সিনিয়র দল।
কিছুদিন আগেই স্লোভেনিয়ান তারকা তথা লুকা মাজসেনের যোগদানের কথা ঘোষণা করেছে আইলিগের এই নতুন দল। উল্লেখ্য, শেষ সিজনে পাঞ্জাব এফসির জার্সিতে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন এই বিদেশি ফরোয়ার্ড। চূড়ান্ত সাফল্য না আসলেও একক দক্ষতায় সকলের মন জয় করে নিয়েছিলেন এই অভিজ্ঞ ফুটবলার। কিন্তু নতুন সিজনে তাঁকে ধরে রাখেনি আইএসএলের এই ক্লাব সেই সুযোগ কাজে লাগিয়েই মাজসেনকে দলে টেনে নেয় ডায়মন্ড হারবার। এক কথায় যা বিরাট চমক। এমনকি আজ সন্ধ্যায় দেশের এক ধাপুটে ফুটবলারের যোগদানের কথাও ঘোষণা করেছে এই ফুটবল ক্লাব। তিনি হরিচরণ নার্জারি।
বলতে গেলে প্রথম থেকেই প্রতিপক্ষের ঘুম উড়িয়ে দিতে মরিয়া বাংলার এই দল। সূচি অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার শিবির। যেখানে তাঁদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের এক অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এখন এই ম্যাচ জিততেই তৎপর কিবু ভিকুনা। সেইমতো ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যথেষ্ট সাবধানে থাকতে দেখা যায় এই স্প্যানিশ কোচকে। তবে শুধুমাত্র ট্রফি জেতার জন্য নয়। চোখ ধাঁধানো ফুটবল প্রদর্শনের মধ্য দিয়ে বাংলার সকল ফুটবল অনুরাগীদের মনে স্থান করে নেওয়াই অন্যতম লক্ষ্য ম্যানেজমেন্টের। কিছুক্ষণ আগেই সেই মর্মে একটি ভিডিও আপলোড করা হয় তাদের ফেসবুক হ্যান্ডেলে। এবার মাঠে নিজেদের প্রমাণ করার লড়াই।