জন আব্রাহামের হাতে ‘প্রেসিডেন্ট কাপ’ তুলে দিলেন রাষ্ট্রপতি

ভারতীয় ফুটবল (Indian Football) ইতিহাসে যেন এক নতুন অধ্যায়ের সূচনা। ডুরান্ড কাপের (Durand Cup 2025) টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে রাষ্ট্রপতি ভবনে সম্মানিত হল…

Durand Cup 2025 champion NorthEast United FC honoured with President Cup by President of India Droupadi Murmu

ভারতীয় ফুটবল (Indian Football) ইতিহাসে যেন এক নতুন অধ্যায়ের সূচনা। ডুরান্ড কাপের (Durand Cup 2025) টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে রাষ্ট্রপতি ভবনে সম্মানিত হল নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC)। দেশের সর্বোচ্চ নাগরিক, রাষ্ট্রপতি (President of India) দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) হাত থেকে ‘প্রেসিডেন্ট কাপ’ (President Cup) গ্রহণ করলেন দলের অন্যতম কর্ণধার জন আব্রাহাম (John Abraham)।

কাস্টমস চেকিংয়ে আটকে সুপার সিক্সের দৌড়ে ধাক্কা খেল মোহনবাগান

   

১৩৪তম ডুরান্ড কাপ জয় করে দেশের প্রাচীনতম ক্লাব প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল আইএসএলের এই দল। সেই উপলক্ষেই প্রথমবারের মতো ডুরান্ড কাপজয়ী কোনও দলকে রাষ্ট্রপতি ভবনে ‘President’s Cup’ তুলে দিলেন স্বয়ং রাষ্ট্রপতি।

এই সম্মান নিয়ে আবেগে ভেসেছেন নর্থইস্ট ইউনাইটেডের কর্ণধার তথা বলিউড অভিনেতা জন আব্রাহাম। তিনি বলেন, “এই মুহূর্ত কেবল ফুটবলের নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের জন্য এক সম্মানের মুহূর্ত। রাষ্ট্রপতির স্বীকৃতি পাওয়া আমাদের জন্য এক ঐতিহাসিক সম্মান। আমি এই সম্মান উৎসর্গ করছি উত্তর-পূর্বাঞ্চলের মানুষকে, যাঁদের ভালবাসা, লড়াই আর অনুপ্রেরণাই আমাদের এগিয়ে নিয়ে যায়।”

স্কিন ক্যানসার আক্রন্ত বিশ্বকাপজয়ী অধিনায়ক, অস্ত্রোপচারের ছবি দেখে স্তম্ভিত ভক্তরা

ক্লাবের সিইও মন্দার তামহানে বলেন, “রাষ্ট্রপতির কাছ থেকে এই কাপ গ্রহণ করার অভিজ্ঞতা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ডুরান্ড আয়োজক কমিটি ও ইস্টার্ন কমান্ডের প্রতিও আমাদের কৃতজ্ঞতা জানাই, এমন সুন্দরভাবে টুর্নামেন্ট পরিচালনার জন্য।” তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির নিজে থেকে ক্লাবকে আমন্ত্রণ জানানো এবং সম্মান প্রদান ভারতীয় ফুটবলের জন্য এক মাইলস্টোন। এই স্বীকৃতি আমাদের আরও বড় স্বপ্ন দেখাবে।”

রাষ্ট্রপতি ভবনের এই বিশেষ অনুষ্ঠানে ক্লাবের তরফ থেকে উপস্থিত ছিলেন জন আব্রাহাম, মন্দার তামহানে, ভারতীয় সহকারী কোচ অমোঘ অদিগে, অধিনায়ক দলের অন্যতম সদস্য রেডিম ত্লাং, গোল্ডেন গ্লাভজয়ী গোলকিপার গুরমিত সিং এবং ফাইনালে প্রথম গোলদাতা আশির আখতার।

Advertisements

রেডিম ত্লাং বলেন, “রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়া আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত। এটি কেবল আমার নয়, গোটা উত্তর-পূর্বাঞ্চলের গর্ব।”

গণেশ চতুর্থীতে আচমকা IPL থেকে অবসর ঘোষণা তারকা ক্রিকেটারের

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড ৬–১ ব্যবধানে হারায় ডায়মন্ড হারবার এফসিকে। এই জয়ের মাধ্যমে ১৯৯১ সালের পর প্রথমবার কোনও ক্লাব ডুরান্ড কাপ ধরে রাখল। সেই সময় ইস্টবেঙ্গল শেষবার টানা দু’বার চ্যাম্পিয়ন হয়েছিল।

ডুরান্ড কাপের ইতিহাসে তিনটি ট্রফি প্রদান করা হয়। ডুরান্ড কাপ (১৮৮৮ সালে প্রবর্তিত), শিমলা ট্রফি (১৯০৩) এবং প্রেসিডেন্ট কাপ (১৯৫৬ সালে ডঃ রাজেন্দ্র প্রসাদের হাতে প্রবর্তিত)। এই প্রথম কোনও রাষ্ট্রপতি নিজে হাতে রাষ্ট্রপতি ভবনে কাপ তুলে দিলেন জয়ী দলকে ।

Durand Cup 2025 champion NorthEast United FC honoured with President Cup by President of India Droupadi Murmu