Durand Cup 2024: পরপর টুনামেন্ট জিতে মোহনবাগানের বিরুদ্ধে ডাউনটাউন হিরোস

শুরু হতে চলেছে এবারের ডুরান্ড কাপ (Durand Cup 2024)। প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। মোহনবাগান গতবারের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন। কাশ্মীরের…

durand-cup-2024 mohun bagan to face Downtown Heroes FC

শুরু হতে চলেছে এবারের ডুরান্ড কাপ (Durand Cup 2024)। প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। মোহনবাগান গতবারের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন। কাশ্মীরের ডাউনটাউন হিরোস এফসির (Downtown Heroes FC) বিরুদ্ধে মাঠে নামবে তারা। ডাউনটাউন হিরোস ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছে। শুরু করে দিয়েছে অনুশীলন।

   

Durand Cup: মোহন-ইস্ট ছাড়াও ডুরান্ডে নজর কাড়তে পারে এই ৩ ম্যাচ

চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের তৈরি রাখছে শ্রীনগরের এই দলটি। কাশ্মীরের অন্যতম নামকরা দল ডাউনটাউন হিরোস এফসি। মূলত যুব ফুটবলারদের ওপর ভরসা রেখে তৈরি হয়েছে স্কোয়াড। খাতায়-কলমে মোহনবাগান সুপার জায়ান্ট অনেকটা এগিয়ে থাকলেও নিজেদের একেবারে পিছিয়ে রাখতে নারাজ ডাউনটাউন হিরোস। ডুরান্ড কাপে ভাল কিছু করে দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চাইছে তারা।

ডুরান্ড কাপে খেলতে আসার আগে JKFA Spring Legacy Football Tournament সেরা হয়েছিল ডাউনটাউন হিরোস এফসি। তারও আগে জিতেছিল South Kashmir Gold Cup। সাউথ কাশ্মীর গোল্ড কাপে একাধিক ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল ডাউনটাউন হিরোস।

গত মরসুমের ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান এসজি দু’বার মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল এফসি জিতেছিল, ফাইনালে মোহনবাগান এসজি তাদের পরাজিত করে ১৭তম ডুরান্ড কাপ জয় নিশ্চিত করেছিল। এবারের ডুরান্ড কাপেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের মধ্যে তুল্যমূল্য ম্যাচ দেখার আশায় রয়েছেন সমর্থকরা।

Paris Olympics 2024: কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত

জম্মু ও কাশ্মীরে ২০২০ সালে প্রতিষ্ঠিত ডাউনটাউন হিরোস এফসি তরুণ প্রতিভা তুলে আনার ব্যাপারে মনোনিবেশ করেছে। প্রতিযোগিতায় চমক দেওয়ার মতো সামর্থ্য তাদের রয়েছে। তারা গত মরসুমে ডুরান্ড কাপে আত্মপ্রকাশ করেছিল এবং ২০২২-২৩ আই-লিগ বিভাগ ২-এ অংশ নিয়েছিল।