Durand Cup 2024: ড্র দিয়েই ডুরান্ড অভিযান শুরু মহামেডানের

রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের (Durand Cup 2024) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রতিপক্ষ হিসেবে ছিল ইন্টার কাশী। নির্ধারিত সময়ের…

Durand Cup 2024: Mohammedan SC Kicks Off Campaign with a Draw

রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের (Durand Cup 2024) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রতিপক্ষ হিসেবে ছিল ইন্টার কাশী। নির্ধারিত সময়ের শেষে ১-১ গোলের ফলাফলে শেষ হয় ম্যাচ। প্রথমে নিকোলা স্টোজানোভিকের করা গোলে এগিয়ে যায় বারাণসীর এই ফুটবল ক্লাব। পরবর্তীতে ভারতীয় তারকা অ্যাশলে অ্যালবান কোলির গোলে সমতা ফেরায় সাদা-কালো ব্রিগেড।

শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল দুই দলকে। যা কিছুটা হলেও চাপে থাকবে ময়দানের এই‌ প্রধান। উল্লেখ্য, ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ইন্টার কাশীকে‌। তবে সময় এগোনোর সাথে সাথে প্রতি আক্রমণে উঠে আসতে থাকে মহামেডান দলের ফুটবলাররা। একাধিকবার গোলের সহজ সুযোগ আসলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি।

   

এসবের মাঝেই ম্যাচের ৩৮ মিনিটের মাথায় প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন নিকোলা। যা সামাল দিতে পারেননি মহামেডান দলের গোলরক্ষক শুভজিত ভট্টাচার্য। যারফলে ১ গোলে এগিয়ে যায় ইন্টার কাশী।। প্রথমার্ধের শেষে সেই গোলেই এগিয়ে থাকে আন্তোনিও লোপেজ হাবাসের দল।

কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে ক্রমশ চাপ বাড়াতে থাকে মহামেডান। তারপর ৬৬ মিনিটের মাথায় অ্যাশলের করা গোলে সমতায় ফেরে আইএসএলের এই নতুন দল। পরবর্তীতে আরো কয়েকবার গোলের সম্ভাবনা তৈরি হলেও ইন্টার কাশীর রক্ষণ ভেঙে আর গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাঁদের পক্ষে।

যা কিছুটা হলেও হতাশ করেছে সমর্থকদের। আগামী ৬ই আগস্ট ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ খেলবে সাদা-কালো ব্রিগেড। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেঙ্গালুরু এফসি।