Durand Cup 2023: আগস্ট থেকে শুরু ডুরান্ড, নজরে এই বেশকিছু মাঠ

Durand Cup

Durand Cup 2023: চলতি মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ। যা নিয়ে বর্তমানে চরম ব্যস্ততা ময়দানের ক্লাব গুলির মধ্যে। নিজেদের সাধ্যমতো দল গঠন করে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে প্রত্যেকটি ক্লাব। তবে এবার আর সিনিয়র দল নয়। বরং রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে খেলা ফুটবলারদের নিয়েই টুর্নামেন্ট খেলতে নামবে ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান।

তবে এসবের মাঝেই ডুরান্ড কাপের (Durand Cup 2023) তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ফেডারেশনের অন্দরে। যতদূর জানানো হয়েছিল সেই অনুযায়ী আগামী আগস্ট মাসের প্রথম থেকেই শুরু হতে পারে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। তাছাড়া সব ঠিকঠাক থাকলে এবার ও এই টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ আয়োজিত হবে বাংলার বুকে।

   

কিন্তু কোথায় কোথায় আয়োজিত হতে পারে সমস্ত ম্যাচ? বিশেষ সূত্র মারফত খবর, কলকাতা যুবভারতী স্টেডিয়াম ও কিশোরভারতী স্টেডিয়াম কে আগেই মনোনীত করা হয়েছিল কমিটির তরফ থেকে। তবে এই দুই মাঠের পাশাপাশি আরও একটি মাঠে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে মোহনবাগান মাঠের পাশাপাশি নৈহাটির স্টেডিয়ামের দিকেও বিশেষ নজর রয়েছে। তাছাড়া এই রাজ্যের পাশাপাশি আসাম ও মেঘালয়ে এই টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের কথা জানা গিয়েছে। সেক্ষেত্রে বেছে নেওয়া হতে পারে কোঝিকোড়ে আর শিলংকে।

অন্যদিকে অংশগ্রহণকারী দলের দিক থেকে দেখলে গতবারের তুলনায় এবার বাড়তে চলেছে দলের সংখ্যা। যারফলে, মোট দল হয়ে দাঁড়িয়েছে ২৪টি। এক্ষেত্রে মোট ৬টি বিভাগে ভাগ করা হতে পারে সমস্ত দলগুলো কে। তাদের মধ্যে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স হওয়া দলগুলি সোজা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তবে এখনো প্রকাশ হয়নি টুর্নামেন্ট সূচি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন