ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান (Don Bradman) যেন আবারও শিরোনামে। তাঁর ব্যবহৃত ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজের ঐতিহাসিক ‘ব্যাগি গ্রিন’ টুপিটি সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ৪,৩৮,৫০০ অস্ট্রেলীয় (Australia) ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য আড়াই কোটিরও বেশি। এই বিরল স্মারকটি কিনে নিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর (National Museum Australia)। বর্তমানে প্রদর্শিত হচ্ছে ক্যানবেরায় বিশেষভাবে নির্মিত ‘স্পোর্টস গ্যালারি’তে।
‘হকি জাদুকরে’র জন্মজয়ন্তীতে পালিত জাতীয় ক্রীড়া দিবস, বার্তা প্রধানমন্ত্রীর
এই টুপির গুরুত্ব শুধু এক টুকরো কাপড়ে সীমাবদ্ধ নয়। এটি যেন ব্র্যাডম্যানের ক্যারিয়ারের এক মূর্ত প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রথম অ্যাশেজ সিরিজে এই টুপিটিই মাথায় পরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ব্র্যাডম্যান। সিরিজে পাঁচটি টেস্টের মধ্যে অস্ট্রেলিয়া তিনটিতে জয়ী হয়, বাকি দুটি ড্র। আটটি ইনিংসে ব্র্যাডম্যান করেছিলেন ৬৮০ রান, গড় ৯৭.১৪, এখনও এক বিস্ময়।
জাতীয় জাদুঘরের এই সংগ্রহ ব্র্যাডম্যানের ১১৭তম জন্মবার্ষিকীর ঠিক ৪৮ ঘণ্টার মধ্যেই সম্পন্ন হয়। এ যেন এক নিখুঁত শ্রদ্ধার্ঘ্য সর্বকালের সেরা ব্যাটসম্যানকে। অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টোনি বার্ক এই প্রসঙ্গে বলেন, “স্যার ডন ব্র্যাডম্যানের নাম শোনেননি এমন কোনও অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া দুষ্কর। তাঁর ব্যবহৃত এই টুপিটি এখন জাতীয় জাদুঘরের সম্পদ, যা ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ক্রীড়া ইতিহাসের সঙ্গে সংযুক্ত রাখবে।”
এশিয়া কাপের আগে মাথায় হাত ভারতের, অবসর বিশ্বজয়ী বোলারের
এটিই ব্র্যাডম্যানের একমাত্র ‘ব্যাগি গ্রিন’ নয়। ধারণা করা হয়, এখনও পর্যন্ত মোট ১১টি টুপি টিকে আছে। এর মধ্যে একটি রয়েছে অস্ট্রেলিয়ার ক্রীড়া জাদুঘরে, আর ৯টি বিভিন্ন ব্যক্তিগত সংগ্রহশালায়। এই বিশেষ টুপিটির ইতিহাসও কম রোমাঞ্চকর নয়। উইকেটকিপার রন স্যাগার্সের কাছ থেকে এটি এক সতীর্থের হাতে যায়, পরে সেটি এক অপেশাদার সংগ্রাহকের সংগ্রহে স্থান পায়। ২০০৩ সালে তা আরেক ব্যক্তির কাছে বিক্রি হলে, এবার সেই ব্যক্তির থেকেই কিনে নেয় জাতীয় জাদুঘর।
ডন ব্র্যাডম্যানের টেস্ট ক্যারিয়ার পরিসংখ্যান নিজেই এক ইতিহাস। ১৯২৮ থেকে ১৯৪৮ পর্যন্ত ৫২টি টেস্টে ৮০ ইনিংসে করেন ৬৯৯৬ রান। তাঁর ব্যাটিং গড় ৯৯.৯৪, যদিও এই রেকর্ড আজও ছোঁয়ার সাধ্য হয়নি কোনও ব্যাটসম্যানের। করেছেন ২৯টি শতরান ও ১৩টি অর্ধশতরান।
ভারতে আসার আগেই অবসর! ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনার জার্সিতে ‘স্পেশাল ম্যাচ’ মেসির
জাদুঘরের স্পোর্টস গ্যালারিতে শুধু এই টুপিটিই নয়, রয়েছে ব্র্যাডম্যানের আরও নানা স্মারক। দেশজুড়ে ক্রীড়াপ্রেমীদের জন্য এটি এক বড় আকর্ষণের কেন্দ্র। এই টুপি এখন শুধু এক কিংবদন্তির স্মৃতি নয়, বরং অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক অমূল্য ঐতিহ্য, যা পরবর্তী প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
Sir Don Bradman’s baggy green has been purchased for $438,500! 🤯💰
The iconic cap, which Don Bradman wore during the 1946-47 Ashes, is now bought by the National Museum of Australia. 🇦🇺#CricketAustralia | #DonBradman pic.twitter.com/e3nHP7Somw
— CricVerse (@CricVerse23) August 29, 2025
Don Bradman baggy green cap sold National Museum Australia ashes race Cricket Memorabilia auction