Monday, December 8, 2025
HomeSports NewsAibanbha Dohling আসছেন না ইস্টবেঙ্গলে

Aibanbha Dohling আসছেন না ইস্টবেঙ্গলে

- Advertisement -

গত কয়েক দিন ধরে বেশ কিছু ফুটবলার’কে যুদ্ধ কালীন তৎপরতায় দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল।এবং বেশ কিছু ক্ষেত্রে সফল হলেও কিছু সময় পরিকল্পনা মাফিক এগোতে পারছেনা ক্লাব।

লাল হলুদ ব্রিগেডের তরফে এফসি গোয়ার মেঘালয়ের ডিফেন্ডার Aibanbha Dohling -কে নেওয়ার চেষ্টা চালানো হয়েছিল।কিন্তু এফসি গোয়া সংশ্লিষ্ট ফুটবলার’কে না ছাড়ার বিষয়ে তাদের অবস্থানের কথা স্পষ্ট ভাবে জানিয়েছে লাল হলুদ ব্রিগেড’কে।তাই এই দিলটা যে হচ্ছেনা একপ্রকার নিশ্চিত থাকাই যায়।

   

মেঘালয়ের সোহারায় জন্মগ্রহণ করা এই ফুটবলার।শিলং লাজংয়ের যুব দলের হয়ে খেলা শুরু করেন ।ক্লাবের অনূর্ধ ১৫ দলের হয়ে ২০১০ সালের Manchester United Premier Cup এর মূল রাউন্ডে খেলেছিলেন।এরপর ২০১১ সালে টাটা ফুটবল অ্যাকাডেমিতে যোগদান করেন তিনি।এই টাটার হয়ে বেঙ্গালুরু এফসি’র অনূর্ধ -১৯ দলের বিরুদ্ধে একটি ম‍্যাচ খেলার পর সংশ্লিষ্ট ক্লাবে ট্রায়ালে ডাক পান।

যদিও ২০১৯ সালে সিনিয়র কেরিয়ার শুরু করেছিলেন শিলং লাজংয়ের হয়ে।প্রথম ম‍্যাচেই মুখোমুখি হয়েছিলেন মোহনবাগানের।এরপর ২০১৯ সালে আইএসএলের ক্লাব এফসি গোয়ার প্রস্তাব আসে তার কাছে।গোয়ার হয়ে ২০২১ সালে ডুরান্ড কাপ জিতেছিলেন তিনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular