স্টিভেন মেন্ডোজা (Steven Mendoza) নাকি আসতে পারেন ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে। সম্প্রতি এমন সম্ভাবনার কথা কারও কারও মুখে শোনা গিয়েছে। সম্ভাবনার থেকে জল্পনা বলা ভালো। আর দল বদলের বাজারে জল্পনার ভিত যাচাই করে নেওয়া প্রয়োজন।
ইস্টবেঙ্গল এবং ইমামি গোষ্ঠীর মধ্যে এখনও সই পর্ব বাকি রয়েছে। খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। তার আগেই অবশ্য দল গড়ার কাজ লাল হলুদ কর্তারা কিছুটা এগিয়ে রেখেছেন। তারকা ডিফেন্ডার ইভান গঞ্জালেজকে নিশ্চিত করিয়েছে শতাব্দী প্রাচীন ক্লাব।
সম্প্রতি ফুটবল মহলে গুঞ্জন, লাল হলুদ কর্তাদের ভাবনায় নাকি রয়েছে স্টিভেন মেন্ডোজার নাম। কলোম্বিয়ার এই ফরোয়ার্ড ভারতে বেশ কিছু ম্যাচে খেলেছেন। ফুটবল প্রেমীরা আরও অনেক দিন তাঁর খেলা মনে রাখবেন। প্রশ্ন হচ্ছে তারকা ফুটবলারের ইস্টবেঙ্গল ক্লাবে সই করার সম্ভাবনা কতোটা?
ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়ান ফুটবল ক্লাবের হয়ে খেলেছিলেন মেন্ডোজা। দুই দফায় নীল জার্সিতে তিনি খেলেছিলেন। তিরিশ বছর বয়সী এই তারকা বিশ্বের একাধিক ক্লাবে খেলেছেন। এবং প্রতি ক্লাবেই কম-বেশি তাঁর পারফরম্যান্স উল্লেখযোগ্য। এর আগে লাল হলুদ জার্সিতে খেলেছিলেন বার্নার্ড মেন্ডি। ইনিও আইএসএল-এ সাড়া জাগিয়েছিলেন। কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন।
এখনও পর্যন্ত যা খবর তাতে লাল হলুদ ক্লাবে মেন্ডোজার সই করার সম্ভাবনা খুবই কম। এই মুহুর্তে তিনি ভারতে আসতে রাজি হবেন কি না সে ব্যাপারে সংশয় রয়েছে। তাছাড়া তাঁর বেতন ক্লাব বহন করতে পারবে কি না সেটাও দেখতে হবে। ক্লাব ও কোম্পানির মধ্যে এখনও সই হয়নি। সুতরাং বাজেট নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। এই পরিস্থিতিতে আগামী মরসুমে স্টিভেন মেন্ডোজা লাল হলুদ জার্সি পরে খেলবেন, এমনটা বোধহয় আশা না করাই ভালো।