Divyansh Singh Panwar: ফাইনালে চিনের রেকর্ড ভাঙলেন ভারতের দিব্যাংশ

Divyansh Singh Panwar

টোকিও অলিম্পিকে খেলা ভারতীয় শ্যুটার দিব্যাংশ সিং পানওয়ার (Divyansh Singh Panwar ) ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে ফাইনালে বিশ্ব রেকর্ড গড়েছেন। ফাইনালে ২৫৩.৭ স্কোর করে নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি।

এশিয়ান গেমসে চীনের শেং লিহাওয়ের গড়া ২৫৩.৩ স্কোরের বিশ্বরেকর্ড ভেঙেছেন দিব্যাংশ। ২১ বছর বয়সী দিব্যাংশ পাঁচ বছর পর ব্যক্তিগত যোগ্যতায় সোনা জিতেছেন। এর আগে ২০১৯ ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। দিব্যাংশ শুরু থেকেই দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। বাছাই পর্বে ৬৩২.৪ স্কোর করে ফাইনালে শীর্ষে ওঠেন তিনি। ফাইনালে একবারও ১০ রানের কম স্কোর করেননি। চতুর্থ ও ষষ্ঠ টার্গেট নিখুঁত লক্ষ্য ১০.৯ হিট করেন। ফাইনালে পুরোপুরি আধিপত্য বিস্তার করেন দিব্যাংশ। রুপো জেতা দানি সোলাজ্জো তার চেয়ে ১.৯ পয়েন্ট পিছিয়ে শেষ করেছেন।

   

জয়ের পর দিব্যাংশ জানালেন, দীর্ঘদিন পর সোনা জিততে পেরে তিনি খুশি। সাম্প্রতিক সময়ে তিনি ভালো শুটিং করলেও ফল পাচ্ছিলেন না। এই ফলাফল চলতি বছরে তার মনোবল আরও বাড়িয়ে তুলবে। সার্বিয়ার লাজার কোভাসেভিচ ব্রোঞ্জ এবং দ্বিতীয় ভারতীয় শুটার অর্জুন বাবুতা ষষ্ঠ স্থানে শেষ করেছেন। বিশ্বকাপে এটি দিব্যাংশের পঞ্চম সোনা। এই বিশ্বকাপে ভারত দুটি সোনা এবং দুটি রৌপ্য নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন