গত মাসে নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আগামী দুই মরশুমের জন্য দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। কার্লোস কুয়াদ্রাতের হাতে। ভারতীয় ফুটবলের ইতিহাসে এক হাইপ্রোফাইল নাম হল এই কুয়াদ্রাত। কিছু বছর আগে বেঙ্গালুরু দলের হয়ে জিতেছেন আইএসএল।
এমনকি সুনীলদের ফেড কাপ জেতানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এবার তাকেই ভরসা করছে কলকাতা ময়দানের এই প্রধান। তবে সেখানেই থেকে নেই সমস্ত কিছু। বর্তমানে তার সহকারী কোচ হিসেবে বিনো জর্জ কে নিয়োগ করার পাশাপাশি দল গঠনের কাজে ও হাত দিয়েছে ম্যানেজমেন্ট।
শোনা যাচ্ছে, এবার বেঙ্গালুরু এফসি দলের অন্যতম তারকা ফুটবলার পরাগ শ্রীভাসের সঙ্গে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল। গত মরশুমের আইএসএলে বেঙ্গালুরু রক্ষনভাগের দায়িত্বে থাকলেও আগামী মরশুমে নাকি তাকে দলে চাইছে লাল-হলুদ শিবির। একটা সময় প্রাইড স্পোর্টস ক্লাবের হাত ধরে প্রফেশনাল ফুটবলে পা রাখেন তিনি।
সেখান থেকে আর পিছনে তাকাতে হয়নি মহারাষ্ট্রের এই তারকা ফুটবলারকে। ২০১৭ সাল থেকে যুক্ত রয়েছেন সুনীলদের বেঙ্গালুরুর সঙ্গে। প্রথমে জুনিয়র দলে খেললেও ভালো পারফরম্যান্সের দলে উঠে আসেন ক্লাবের সিনিয়র দলে। তারপর থেকে যথেষ্ট ভালো পারফরম্যান্স রেখে চলেছেন তিনি।
শেষ আইএসএল মরশুমে বেঙ্গালুরু দলের হয়ে মোট ১৯টি ম্যাচ খেলেছেন পরাগ। তারমধ্যে ৪৩ টি ট্রাকেল ও ৩৭টি ক্লিয়ারেন্স সহ ১৮টি ব্লকিং রয়েছে এই তারকার। সেইসঙ্গে রয়েছে আকর্ষণীয় পাসিং অ্যাকিউরেসি। তাই সমস্ত দিক বিবেচনা করেই এই তারকা কে দলে টানতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।