Armando Sadiku: জেনে নিন অনুশীলনে যোগ না দিয়ে সাদিকু এখন কোথায় আছেন

Armando Sadiku

সোমবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। অনুশীলনে উপস্থিত ছিলেন স্কোয়াডের বেশিরভাগ বিদেশি ফুটবলার। ছিলেন না আর্মান্ডো সাদিকু (Armando Sadiku), হেক্টর ইয়ুস্তে। ফর্মে না থাকা সাদিকু কেন ছিলেন না অনুশীলনে?

আসলে আর্মান্ডো সাদিকুর কাঁধে ছিল বড় দায়িত্ব। আলবেনিয়ার ম্যাচ ছিল। মূল দলে না থাকলেও ম্যাচের দিন নতুন এক ভূমিকা তাকে পালন করতে হয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই তথ্য প্রদান করেছেন মোহন বাগান সুপার জায়ান্টের তারকা ফুটবলার।

   

উয়েফা ইউরো যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ফ্যারাও আইল্যান্ডের বিরুদ্ধে আলবেনিয়ার ম্যাচ ছিল। গোটা ম্যাচে আধিপত্য নিয়ে খেলেছিল আলবেনিয়া, তবু গোলের দেখা পায়নি দল। দুই দলই গোল করতে পারেনি, ফলে খেলার ফলাফল ০-০। জাতীয় স্কোয়াডে এবার ডাক পাননি আর্মান্ডো সাদিকু। তবে উপস্থিত ছিলেন এয়ার আলবেনিয়া স্টেডিয়ামে। মাঠের ধারে বিশেষ বক্তার ভূমিকায় দেখা গিয়েছে তাকে।

Armando Sadiku

গ্যালারি থেকে ম্যাচ শুরু হওয়ার মুহূর্তের ফুটেজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন আর্মান্ডো সাদিকু। এছাড়াও বক্তা ও ম্যাচ বিশ্লেষকের ভূমিকায় কাজ করার কিছু মুহূর্ত তুলে ধরেছেন তিনি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে। ফুটবলার হিসেবে মাঠে না থাকলেও ফ্যারাও আইল্যান্ডের বিরুদ্ধে নিজের দেশের জয় আশা করেছিলেন নিশ্চই। আইল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছিল আলবেনিয়া। পরিবর্ত ফুটবলার হিসেবে খেলেছিলেন সাদিকু।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন