Mohun Bagan SG: রক্ত মুছে নেমেছিলেন মাঠে! দীপেন্দু কি পারবেন ভারতীয় ডিফেন্ডারের অভাব পূরণ করতে?

মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) যেমন গোল করছে, তেমনই কিন্তু গোল হজম করেছে। ডুরান্ড কাপের সেমিফাইনালে জোড়া গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরে এসেছিল…

Dippendu Biswas is a Mohun Bagan Super Giant

মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) যেমন গোল করছে, তেমনই কিন্তু গোল হজম করেছে। ডুরান্ড কাপের সেমিফাইনালে জোড়া গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরে এসেছিল সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের রক্ষণে যে দুর্বলতা রয়েছে সেটা স্পষ্ট। তার ওপর আবার মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন অধিনায়ক শুভাশীষ বসু।

Jamie Maclaren: ডুরান্ড ফাইনালে খেলবেন জেমি? জানুন আপডেট

   

শুভাশীষের জায়গায় মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ মাঠে নামিয়েছিলেন তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসকে (Dippendu Biswas)। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ডুরান্ড সেমিফাইনালে দীপেন্দু খেললেন জানপ্রাণ লড়িয়ে। গত মরশুমে সবুজ মেরুন রক্ষণকে নির্বরোতা দিয়েছিলেন আনোয়ার আলি। বিদেশি ডিফেন্ডারের সঙ্গে জমে উঠেছিল বিদেশি ডিফেন্ডারের জুটি।

মোহনবাগানে এবার দু’জন বিদেশি ডিফেন্ডার। কিন্তু নেই প্রতিষ্ঠিত কোনও ভারতীয় ডিফেন্ডার। বাগানের রিজার্ভ দলে একাধিক তরুণ ডিফেন্ডার রয়েছেন। রাজ বস্ফোর, দীপেন্দু বিশ্বাসরা আগের সিজনেও সুপার জায়ান্টের সিনিয়র দলের হয়ে মাঠে নেমেছিলেন। এবার ইতিমধ্যে নজর কেড়েছনে দীপেন্দু। হেড কোচ হোসে মলিনা তরুণ এই ফুটবলারের ওপর আস্থা রেখেছেন। দীপেন্দুও মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

Jamie Maclaren: ঘাড়ের কাছে ব্যান্ডেজ, জেমি নিজেই দিলেন আপডেট

শুভাশীষ মাঠ থেকে উঠে যাওয়ার পর দীপেন্দুর কাঁধে এসে পৌঁছেছিল বড় দায়িত্ব। প্রতিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে ধাক্কাধাক্কিতে রক্ত ঝরেছে দীপেন্দুর নাক থেকে। রক্ত মুছে আবার তিনি নেমেছিলেন মাঠে। মোহনবাগান ম্যাচ জিতেছে। দীপেন্দু জিতে নিয়েছেন মোহনবাগান সমর্থকদের হৃদয়।