গিল না সিরাজ? ম্যাকালামের সিরিজ সেরা মন্তব্যের মাঝে ‘বোমা ফাঁটালেন’ কার্তিক

ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সদ্যসমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক (Indian Cricket Team) শুভমান গিল (Shubman Gill) ব্যাট হাতে ঝড় তুললেও, সিরিজ সেরার পুরস্কার (Player…

Dinesh Karthik said Brendon McCullum Did not Want Indian Cricket Team captain Shubman Gill To Be Named Player Of the Series

ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সদ্যসমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক (Indian Cricket Team) শুভমান গিল (Shubman Gill) ব্যাট হাতে ঝড় তুললেও, সিরিজ সেরার পুরস্কার (Player Of the Series) নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। ইংল্যান্ডের (England) কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) প্রথমে গিলের নাম প্রস্তাব করলেও শেষদিনের উত্তেজনায় মোড় ঘোরায় নাটকীয়ভাবে। শেষ মুহূর্তে তিনি এই সম্মান তুলে দিতে চেয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজের হাতে। এই তথ্য ফাঁস করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার দীনেশ কার্তিক (Dinesh Karthik)।

স্কাই স্পোর্টসের ধারাভাষ্য প্যানেলে থাকা দীনেশ কার্তিক জানান, ওভাল টেস্টের চতুর্থ দিন ম্যাচের ফলাফলের ইঙ্গিত পাওয়া মাত্রই ম্যাকালাম গিলের নাম বলেন ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’-র জন্য। সে অনুযায়ী মাইকেল আথারটন প্রস্তুত করে ফেলেছিলেন গিলকে নিয়ে প্রশ্নপত্রও। কিন্তু পঞ্চম দিনে সব হিসেব ওলটপালট করে দেন সিরাজ। মাত্র ৪০ মিনিটের মধ্যেই তিনি নিজের স্পেল দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতের পক্ষে।

   

ম্যাকালাম এতটাই মুগ্ধ হন যে, সিদ্ধান্ত বদলে সিরিজ সেরার সম্মান সিরাজকে দেওয়ার পক্ষে মত দেন। যদিও শেষ পর্যন্ত গিলই নির্বাচিত হন সিরিজ সেরা হিসেবে। -ওভালের ঐতিহাসিক টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ড মাত্র ৬ রানে হেরে যায়।এই ম্যাচের শেষ ইনিংসে সিরাজ ১০উইকেটের মধ্যে পাঁচটি তুলে নেন, আর তাতেই ভারতের জয় নিশ্চিত হয়। ব্রেন্ডন ম্যাকালাম সিরাজের এই পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে বলেন, “সিরাজের হাতে বল মানেই প্রচণ্ড এনার্জি। ওর মধ্যে ফাস্ট বোলারদের জন্য প্রয়োজনীয় আত্মা রয়েছে। আজকের স্পেলটা সত্যিই সিরিজের ভাগ্য বদলে দিল।”

ব্যাট হাতে গর্জে উঠেছিলেন গিল

অন্যদিকে, শুভমান গিল ছিলেন গোটা সিরিজেই ভারতীয় ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ। ১০ ইনিংসে তার সংগ্রহ ৭৫৪ রান। রয়েছে চারটি সেঞ্চুরি। বার্মিংহ্যামে ২৬৯ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন তিনি। সেই ইনিংস ভারতকে এনে দিয়েছিল সিরিজের গুরুত্বপূর্ণ জয়। যদিও শেষ টেস্টে মাত্র ১১ রানে আউট হয়ে তিনি থেমে যান সুনীল গাভাসকরের ৭৭৪ রানের রেকর্ড ছোঁয়ার আগেই।তবে এই ব্যর্থতার পরেও গাভাসকর গিলের প্রতি তাঁর শ্রদ্ধা প্রকাশ করে নিজের সই করা একটি শার্ট ও টুপি উপহার দেন। সচরাচর এমন উপহার তিনি কাউকে দেন না। এতে বোঝা যায়, গিল ঠিক কতটা মুগ্ধ করেছেন ভারতীয় কিংবদন্তিকে।

কার্তিকের বিশ্লেষণ

Advertisements

দীনেশ কার্তিক বলেন, “এই সিরিজে ব্যাট অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। বোলারদের জন্য সহজ ছিল না। কিন্তু সিরাজ প্রতিবারই বল হাতে নিজের ১০০% দিয়েছেন। যখন বুমরাহ ছিলেন না, তখন তিনিই দলে নেতৃত্ব দিয়েছেন বোলিংয়ে।” তিনি আরও যোগ করেন, “অস্ট্রেলিয়ায় আমরা দেখেছি ও পুরনো বলে দুর্দান্ত বল করে। ইংল্যান্ডে এসে দেখাল, নতুন বল হোক বা পুরনো—সিরাজ জানে কিভাবে দলের জন্য জেতাতে হয়।”

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সিরাজ জানান, “আমি শুধু সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছি এবং নিজের ওপর বিশ্বাস রেখেছি।” জানা গিয়েছে, তাঁর ফোনের ওয়ালপেপারেও লেখা রয়েছে সেই একটি শব্দ—‘Believe’। এই বিশ্বাসই তাকে করে তুলেছে ভারতের ম্যাচ উইনার।

শেষ পর্যন্ত সিরিজ সেরা হয়েছেন শুভমন গিল, কিন্তু সিরিজের শেষ মুহূর্তে মহম্মদ সিরাজের আগুন ঝরানো স্পেল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে থাকবে বহুদিন। আর এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল, নতুন প্রজন্মের ভারতীয় ক্রিকেটাররা শুধু প্রতিভায় নয়। মনের জোরেও বিশ্বমঞ্চে বড় খেলোয়াড় হয়ে উঠছেন।

Dinesh Karthik said Brendon McCullum Did not Want Indian Cricket Team captain Shubman Gill To Be Named Player Of the Series