অবসর ভেঙে ভারতীয় দলে অধিনায়কের দায়িত্বে কোহলি-রজতদের গুরু

একবছর আগে সব ধরনের ক্রিকেট (India Cricket News) থেকে অবসর নিয়েছিলেন তিনি। ধারাভাষ্যকার হিসেবেই নতুন ইনিংস (Bengali Sports News) শুরু করে মন জয় করেছিলেন দর্শকদের।…

Dinesh Karthik Makes Surprise Return As Team India Captain For Hong Kong Super Sixes 2025

একবছর আগে সব ধরনের ক্রিকেট (India Cricket News) থেকে অবসর নিয়েছিলেন তিনি। ধারাভাষ্যকার হিসেবেই নতুন ইনিংস (Bengali Sports News) শুরু করে মন জয় করেছিলেন দর্শকদের। কিন্তু হঠাৎই ফের জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন! শুধু তাই নয়, আসন্ন হংকং সিক্সেস ২০২৫ (Hong Kong Super Sixes 2025) প্রতিযোগিতায় ভারতীয় দলের (India Team) অধিনায়ক (Captain) হিসেবেও দেখা যাবে দীনেশ কার্তিককে (Dinesh Karthik)। স্বভাবতই এই ঘোষণায় অবাক ক্রিকেটমহল।

অবাক প্রত্যাবর্তন, অধিনায়ক দীনেশ

দীর্ঘদিন জাতীয় দলের হয়ে ব্যাট হাতে বড় ভূমিকা পালন করেছেন দীনেশ কার্তিক। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা ১৫০টিরও বেশি ম্যাচে ছড়িয়ে। উইকেটকিপার-ব্যাটার হিসেবেই নয়, একজন টিম ম্যান এবং ঠাণ্ডা মস্তিষ্কের স্ট্র্যাটেজিস্ট হিসেবেও সুপরিচিত তিনি। গত বছর জুনে ক্রিকেটকে বিদায় জানানোর পরও চলতি বছর দক্ষিণ আফ্রিকার SA20 লিগে পার্ল রয়্যালসের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন। এরপরই মেন্টরের ভূমিকায় যুক্ত হন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে এবং আইপিএল জয় উপহার দেন ফ্র্যাঞ্চাইজিকে।

   

কিন্তু এইবার সম্পূর্ণ ভিন্ন মঞ্চে, ভিন্ন দায়িত্বে ফিরছেন তিনি। হংকং ক্রিকেট বোর্ড জানিয়েছে, “২০২৫ হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতের অধিনায়ক হিসেবে দীনেশ কার্তিকের নাম ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। তাঁর অভিজ্ঞতা, লিডারশিপ ও আক্রমণাত্মক ব্যাটিং প্রতিযোগিতার আকর্ষণ বাড়াবে।”

ভারতীয় দলে অভিজ্ঞতার মিশেল

এবারের ভারতীয় দলে কার্তিকের সঙ্গে যুক্ত হয়েছেন আরও এক অভিজ্ঞ ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। স্পিনের জাদুকর হিসেবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে রাজ করেছেন তিনি। হংকং সিক্সেসে তাঁকে মার্কি ক্রিকেটার হিসেবে দলে নেওয়া হয়েছে। একদা তামিলনাড়ুর হয়ে একসঙ্গে খেলা এই দুই অভিজ্ঞ ক্রিকেটার, আবার একই দলে স্বভাবতই ভারতীয় দলের প্রতি দর্শকদের প্রত্যাশা বেড়েছে।

গতবারের হংকং সিক্সেসে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। অধিনায়ক রবিন উথাপ্পার নেতৃত্বে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিল ভারতীয় দল। এবার সেই ধাক্কা সামলেই ঘুরে দাঁড়াতে চায় ভারত। তার জন্যই সম্ভবত এত বড় দুই অভিজ্ঞ মুখকে সামনে আনা হয়েছে।

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে মনোনীত হয়ে উচ্ছ্বসিত দীনেশ কার্তিক বলেন, “হংকং সিক্সেসর মতো ঐতিহ্যশালী ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত টুর্নামেন্টে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া আমার কাছে গর্বের। দুর্দান্ত সব ক্রিকেটারের সঙ্গে দল গঠন করে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই। দর্শকদের মনোরঞ্জনই আমাদের লক্ষ্য।”

কী বিশেষ এই টুর্নামেন্টে?

হংকং সিক্সেস ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি-নির্ভর টুর্নামেন্ট। ৬ জনের দলে, ৫ ওভারের ম্যাচ, আক্রমণাত্মক ব্যাটিং, দ্রুত উইকেটের পতন সব মিলিয়ে এক অন্যধারার ক্রিকেট। আগামী ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্টের ২১তম সংস্করণ।

Advertisements

বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারকা ক্রিকেটাররা অংশ নেন এই টুর্নামেন্টে। হংকং ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বুরজি শ্রফ জানিয়েছেন, “দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা এই প্রতিযোগিতার মান আরও উন্নত করবে। বিশ্বজুড়ে অনুরাগীরা এক অসাধারণ ক্রিকেট উৎসব উপভোগ করবেন।”

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন না হলেও, জাতীয় দলের জার্সিতে নেতৃত্ব দেওয়া যে গর্বের বিষয়, তা দীনেশ কার্তিকের মুখেই স্পষ্ট। তাঁর অধিনায়কত্বে ভারতীয় দল ঘুরে দাঁড়াবে কি না, তা সময় বলবে। তবে কার্তিক-অশ্বিনের মত অভিজ্ঞদের হাত ধরে ভারতীয় দল যে আগের থেকে অনেক বেশি সংগঠিত এবং প্রতিযোগিতার উপযুক্ত হয়ে উঠবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Dinesh Karthik Makes Surprise Return As Team India Captain For Hong Kong Super Sixes 2025

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News