Mohun Bagan SG: আইএসএলের সেরা ডিফেন্স’-এর বিরুদ্ধে বাগানের ত্রয়ী

Dimitris Petras, Jason Cummings, and Manvir Singh

আগামীকাল, বুধবার ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ খেলবে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে হবে ম্যাচ। দুই দলের খেলার ধরণ বিপরীত। রোমাঞ্চকর ম্যাচ দেখার আশায় ভারতীয় ফুটবল প্রেমীরা।

Advertisements

সম্প্রতি ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচের আগে জামশেদপুর এফসির কোচ স্কট কুপার বলেছিলেন, “এটা মনে রাখতে হবে যে টুর্নামেন্টে রক্ষণের দিক থেকে আমাদের দল সেরা। বিষয়টা হালকাভাবে নেওয়া উচিৎ না।”

পাঁচ ম্যাচ খেলে চলতি আইএসএল ক্রম তালিকার সাত নম্বরে রয়েছে জামশেদপুর এফসি। জিতেছে একটি মাত্র ম্যাচ। ড্র দুটি, পরাজয় দুটি। মূলত গোল করার লোকের অভাবে ভুগছে দলটি। পয়েন্ট তালিকার নীচের দিকে থাকলেও খুব বেশি গোল তারা হজম করেনি। মাত্র তিনটি গোল তারা হজম করেছে।

Advertisements

জামশেদপুরের মজবুত রক্ষণের বিরুদ্ধে লড়াই থাকবে মোহন বাগান সুপার জায়ান্টের শক্তিশালী আক্রমণভাগের। ফর্মে রয়েছেন দিমি পেত্রাতস, জেসন কামিন্স, মনভীর সিং। ফর্মের সন্ধানে রয়েছেন আর্মান্ডো সাদিকু। এছাড়াও পিছন থেকে উঠে এসে আক্রমণে লোক বাড়ানোর কাজ করছেন সাহাল আব্দুল সামাদ। তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট পাওয়া বাগান ইতিমধ্যে করেছে ৭ টি গোল। দুটি গোল হজম করেছে। তবে আনোয়ার আলি সম্ভবত এখন খেলতে পারবেন না। সেক্ষেত্রে পরিকল্পনায় কিছু বদল করতে পারেন কোচ হুয়ান ফেরান্ডো।