খারাপ সময় কীভাবে মনোবল জুগিয়ে ছিলেন ইভান? জানালেন ডায়মান্তাকস

দিমিত্রিওস ডায়মান্তাকস। ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট পরিচিত একটি নাম। গত ২০২২-২০২৩ ফুটবল মরসুমে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন লিগের ক্লাব থেকে ভারতে আসেন এই গ্ৰিক ফরোয়ার্ড (Dimitrios…

Dimitrios Diamantakos Reflects on Ivan Vukomanovic's Support During Tough Times at Kerala Blasters

দিমিত্রিওস ডায়মান্তাকস। ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট পরিচিত একটি নাম। গত ২০২২-২০২৩ ফুটবল মরসুমে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন লিগের ক্লাব থেকে ভারতে আসেন এই গ্ৰিক ফরোয়ার্ড (Dimitrios Diamantakos)। যোগদান করেন আইএসএলের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সে। প্রথম সিজনে খুব একটা সাফল্য না আসলেও তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল সকল সমর্থকদের। করেছিলেন প্রায় দশটি গোল। তারপর গত মরসুমে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে অভূতপূর্ব সাফল্য পান এই গ্ৰীক গোলমেশিন। তেরোটি গোলের পাশাপাশি তিনটি গোল কন্ট্রিবিউশন ছিল ডায়মান্তাকসের। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে।

   

এই অভূতপূর্ব সাফল্যের জন্য এই মরসুমের শুরুতে তাঁকে দলে টানে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। বিশেষ করে গতবারের এই গোল্ডেন বুট বিজয়ীর আগমন যে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের আপফ্রন্টকে সেই কথাই মনে করেছিলেন সমর্থকরা। কিন্তু কাজের কাজ হল কোথায়। এবারের ইন্ডিয়ান সুপার লিগের মরসুমে কার্যত অফ কালার থাকলেন এই হাইপ্রোফাইল ফরোয়ার্ড। এখনও পর্যন্ত মোট ১৬ টি ম্যাচ খেলে গোল পেয়েছেন মাত্র তিনটি। সেইসাথে রয়েছে একটিমাত্র অ্যাসিস্ট।

দলের অন্যান্য ফুটবলাররা গোলের মুখ খুলতে সক্ষম হলেও সুযোগ পেয়ে ও যেন সহজে গোল করতে পারছেন না দিমি। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। এই পরিস্থিতিতে বিদেশি বদলের ও দাবি উঠতে শুরু করেছে বিভিন্ন তরফে। বর্তমানে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও দলের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী দিমিত্রিওস ডায়মান্তাকস। গত কয়েকদিন আগেই একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথা জানান এই তারকা। পাশাপাশি এবার নিজের পুরনো দলের প্রাক্তন কোচ ইভান ভুকোমানোভিচের প্রসঙ্গ ও তুলে ধরলেন লাল-হলুদের এই ফরোয়ার্ড।

আসলে কেরালা ব্লাস্টার্সে নিজের খারাপ সময় কীভাবে পাশে থেকেছিলেন ভুকোমানোভিচ সেই কথাই জানালেন এই বিদেশি। তিনি বলেন, ” যখন আমি সেখানে এসেছিলাম তখন প্রথম তিন থেকে চারটি ম্যাচে ঠিকমতো খেলতে পারিনি। এবং গোল ও করতে পারিনি। তখন ইভান আমাকে বলেছিলেন দিমি, চিন্তা করো না, আমি জানি একবার গোল করা শুরু করলে তুমি থামবে না।” অর্থাৎ তাঁর উপর ভরসা রাখার কথাই হয়তো বলতে চাইলেন এই গ্ৰীক গোলমেশিন।

পাশাপাশি সেই কোচ প্রসঙ্গে আরও বলেন, ” ইভানের ব্যক্তিত্ব অসাধারণ এবং সে কোচ হিসেবে ও খুব ভালো। গত বছর তাঁর সাথে অসাধারণ সিজন কাটিয়েছি। তাছাড়া দলও খুব ভালো পারফরম্যান্স করছিল। আমি আশা করি সে ফিরে আসবে।”