ইস্টবেঙ্গলে সই করে ফেললেন ডায়মান্টাকোস? তেমনটাই ইঙ্গিত এবার

এই আইএসএল সিজনে একের পর এক হেভিওয়েট ফুটবলারদের পেছনে ফেলে দিয়েছিলেন দিমিত্রিস ডায়মান্টাকোস (Dimitrios Diamantakos)। টুর্নামেন্টে সর্বাধিক গোল করার সুবাদে অনায়াসেই নিশ্চিত করেন গোল্ডেন বুট।…

Dimitrios Diamantakos

এই আইএসএল সিজনে একের পর এক হেভিওয়েট ফুটবলারদের পেছনে ফেলে দিয়েছিলেন দিমিত্রিস ডায়মান্টাকোস (Dimitrios Diamantakos)। টুর্নামেন্টে সর্বাধিক গোল করার সুবাদে অনায়াসেই নিশ্চিত করেন গোল্ডেন বুট। এই গ্রিক ফুটবলার টেক্কা দিয়েছেন জেসন কামিন্স থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলারদের।

সেজন্য, নতুন সিজনে এই ফুটবলারকে পাওয়ার ক্ষেত্রে একটা সময় আসরে নেমে পড়েছিল একের পর এক হেভিওয়েট ফুটবল ক্লাব। কিন্তু সময় এগোনোর সাথে সাথে এই ফুটবলারকে চূড়ান্ত করার ক্ষেত্রে টিকে থাকে এবারের আইএসএল জয়ী ক্লাব মুম্বাই সিটি এফসি এবং ইমামি ইস্টবেঙ্গল।

   

বলতে গেলে এই দাপুটের ফরোয়ার্ডকে চূড়ান্ত করার ক্ষেত্রে পেট্রো ক্র্যাটকির মুম্বাইয়ের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল মশাল ব্রিগেড। তাছাড়া গতকাল থেকেই শোনা যাচ্ছিল, ডায়মান্টাকোসের বদলে নিজেদের সিটি গ্রুপের অন্তর্গত ফুটবল ক্লাব গুলি থেকে আগামী মরশুমের ফরোয়ার্ড নির্ধারণ করতে চলেছে মুম্বাই সিটি।

আসলে এই সময় দাঁড়িয়ে সিটি গ্রুপের অন্তর্গত একাধিক ফুটবল ক্লাব ছড়িয়ে রয়েছে দেশ-বিদেশে। যাদের মধ্যে রয়েছে মেলবোর্ন সিটি থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি, নিউইয়র্ক সিটি সহ মন্টাভিডিও সিটির মতো আরো একাধিক ফুটবল ক্লাব। তাই লড়াই কিছুটা হলেও সহজ হয়ে যায় ময়দানের এই প্রধানের।

তারপরই এবার উঠে আসলো নয় তথ্য। একটি জনপ্রিয় মাধ্যম অনুযায়ী, কয়েকদিন আগেই নাকি ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সাইন করে ফেলেছেন দিমিত্রিওস। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি কিছুই। তবে ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথেই দলের নতুন ফুটবলারদের নাম ঘোষণা করতে শুরু করবে ক্লাবগুলি। সেইসময় হয়তো এই ফুটবলারের যোগদানের কথা ঘোষণা করবে ইস্টবেঙ্গল।