সপ্তাহ কয়েক আগেই তুমিদিমিত্রিওস দিয়ামান্তাকোসকে বিদায় জানিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। গত ডুরান্ড ডার্বিতে তিনি নায়ক থাকলেও সেইসব এখন অতীত। উল্লেখ্য, গত ফুটবল মরসুমে গোলের খরা কাটাতে এই গ্ৰীক গোলমেশিনকে দলে টেনেছিল মশাল ব্রিগেড। নতুন করে আশার আলো দেখতে শুরু করেছিল সমর্থকরা। কিন্তু সেটা কার্যকরী হয়নি। দেশের প্রথম ডিভিশন লিগ হোক কিংবা এএফসি চ্যালেঞ্জ লিগের নক আউট। প্রত্যেক ক্ষেত্রেই অফকালার ছিলেন আইএসএলের গোল্ডেন বুট জয়ী হাইপ্রোফাইল। যার ফলে এই নতুন মরসুমে তিনি যে দলে থাকবেন না বহু আগে থেকেই সেটা আন্দাজ করেছিল সমর্থকরা। কিন্তু এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু করার আগে ধরা দিয়েছিল অন্য ছবি।
দলের নবাগত ফুটবলারদের পাশাপাশি কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছিলেন দিমিত্রিওস দিয়ামান্তাকোস। তারপর ডুরান্ডের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডের বিপক্ষে গোল করার পাশাপাশি হাইভোল্টেজ ডার্বি ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন দিমি। কিন্তু আসন্ন টুর্নামেন্ট গুলিতে আর তাঁর উপর ভরসা রাখতে পারল না ম্যানেজমেন্ট। সেজন্যই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে ম্যানেজমেন্ট। জানা যায় পারস্পরিক সম্মতিতে শেষ হয়েছে সেই চুক্তি। লাল-হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কিছুদিন পরেই নতুন ক্লাবে যোগ দিয়েছেন এই ফুটবলার।
কিন্তু দিমির পরিবর্তে কে আসবেন ইস্টবেঙ্গলে। সেই প্রশ্ন উঠে আসতে শুরু করেছিল বারংবার। পূর্বে শোনা গিয়েছিল যে হামিদ আহদাদের পাশে এবার নাকি লাতিন আমেরিকার এক ফুটবলারকে দেখা যেতে পারে লাল-হলুদ জার্সিতে। যদিও এখনও জানা যায়নি সেখানকার কোনও ফুটবলারের নাম। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিভিন্ন জনপ্রিয় মাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে যে এবার নাকি সব ঠিকঠাক থাকলে জাপানের এক ফরোয়ার্ডকে দলে সই করাতে পারে অস্কার ব্রুজোর মশাল ব্রিগেড। সেক্ষেত্রে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে হিরোশি ইবুসুকির নাম।
একটা সময় জাপানের যুব দলের হয়ে যথেষ্ট নজর কেড়েছিলেন এই ফুটবলার। গোল ও করেছেন জাতীয় দলের জার্সিতে। এছাড়াও জাপানের রেইশল ফুটবল ক্লাব থেকে পথ চলা শুরু করে পরবর্তীতে ইউরোপের একাধিক ফুটবল দলের হয়ে খেলেছেন তিনি। যার মধ্যে রয়েছে রিয়াল জারাগোজা থেকে শুরু করে ভ্যালেন্সিয়ার মতো ফুটবল ক্লাব। পরবর্তীতে এশিয়ায় ফিরে এসে অ্যাডিলেড ইউনাইটেড ও খেলেছেন বেশকিছুদিন। গত মরসুম পর্যন্ত এ লিগের ফুটবল ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে ও নজরকাড়া পারফরম্যান্স ছিল বছর চৌত্রিশের এই ফুটবলারের। সেখানে ২৭টি ম্যাচ খেলে ১০টি গোল এবং একটি অ্যাসিস্ট ও ছিল এই সেন্টার ফরোয়ার্ডের। বর্তমানে ফ্রি-এজেন্ট রয়েছেন জাপানের এই তারকা। ইস্টবেঙ্গল জার্সিতে তাঁকে দেখা গেলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে।