Dimitrios Diamantakos: লাল-হলুদে কত নম্বর জার্সি পাচ্ছেন দিমি? জানুন

অপেক্ষার অবসান। নতুন সিজনের জন্য কেরালা ব্লাস্টার্স থেকে ইমামি ইস্টবেঙ্গলে সই করেছেন গ্ৰীক ফুটবলার দিমিত্রিস ডায়মান্টাকোস (Dimitrios Diamantakos)। আজ বেলার দিকে নিজেদের সোশ্যাল সাইটে তার…

Dimitrios Diamantakos Joins East Bengal FC

অপেক্ষার অবসান। নতুন সিজনের জন্য কেরালা ব্লাস্টার্স থেকে ইমামি ইস্টবেঙ্গলে সই করেছেন গ্ৰীক ফুটবলার দিমিত্রিস ডায়মান্টাকোস (Dimitrios Diamantakos)। আজ বেলার দিকে নিজেদের সোশ্যাল সাইটে তার যোগদানের কথা ঘোষণা করেছে ম্যানেজমেন্ট। আসন্ন দুইটি ফুটবল সিজনের জন্য কলকাতার এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

শেষ আইএসএলে একের পর এক দাপুটে ফুটবলারদের পিছনে ফেলে গোল্ডেন বুট জয় করেছিলেন এই বিদেশী ফরোয়ার্ড। সেজন্য, মরশুম শেষে তাকে দলে টানার জন্য আসরে নামে টুর্নামেন্টের একাধিক হেভিওয়েট ক্লাব। বাদ যায়নি গতবারের চ্যাম্পিয়ন দল মুম্বাই সিটি এফসি।

   

তবে শেষ পর্যন্ত সকলকে পেছনে ফেলে তাকে সাইন করিয়ে নেয় মশাল ব্রিগেড। এই গ্রিক ফুটবলারের আবির্ভাবে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ। সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার চোটের সমস্যা কিছুটা হলেও চিন্তায় রাখবে দলকে। কিন্তু সুযোগ পেলে বল জালে জড়াতে জানেন এই তারকা।

তাছাড়া মাদিহ তালালের পাশাপাশি ক্লেটন সিলভার মতো ফুটবলারদের উপস্থিতি নিঃসন্দেহে চাপে রাখবে প্রতিপক্ষ দল গুলিকে।‌ যতদূর খবর, জুলাই মাসের প্রথম দিকেই প্রি-সিজেন শুরু করে দেবে গোটা দল। তার আগে নিজেদের সমস্ত ফুটবলারদের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

কিন্তু ইস্টবেঙ্গলে এবার কত নম্বর জার্সি পাচ্ছেন এই দাপুটে ফরোয়ার্ড? ঘন্টাখানেক আগে নিজেদের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত একটি ভিডিও প্রকাশিত হয়। যেখানে দিমিত্রিওস ডায়মান্টাকোসের তরফ থেকে জানানো হয় দলের জার্সি নাম্বারের কথা। সেই অনুযায়ী আগামী দুইটি সিজনের জন্য ৯ নম্বর জার্সি পড়ে মাঠে খেলতে দেখা যাবে এই গ্রিক ফুটবলারকে।