লাল-হলুদে ডায়মান্টাকোস, কত টাকার চুক্তিতে আসছেন ইস্টবেঙ্গলে

সমস্ত জল্পনা কল্পনার অবসান। ইমামি ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেলেন গ্রিক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্টাকোস (Dimitrios Diamantakos)। বিগত কয়েক সপ্তাহ ধরেই তাকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ভারতীয়…

Dimitrios Diamantakos to Sign with East Bengal in 7 Crore Rupee Deal"

সমস্ত জল্পনা কল্পনার অবসান। ইমামি ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেলেন গ্রিক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্টাকোস (Dimitrios Diamantakos)। বিগত কয়েক সপ্তাহ ধরেই তাকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ভারতীয় ফুটবল মহলে। নতুন মরশুমের জন্য তাকে পেতে ঝাঁপিয়েছিল মুম্বাই সিটি এফসির পাশাপাশি ইমামি ইস্টবেঙ্গলের মত ফুটবল ক্লাব।

   

একটা সময় পেট্রো ক্র্যাটকির মুম্বাই অনেকটা এগিয়ে থাকলেও পরবর্তীতে তাদের পিছনে ফেলে দেয় এবারের সুপার কাপ জয়ীরি। সেইমতো কথাবার্তা ও এগোতে থাকে অনেকটা দূর। তবে এই তারকার মেডিকেল রিপোর্টের অপেক্ষায় ছিল সকলে। গতকাল বিশেষ সূত্র মারফত জানা গিয়েছিল, দিমিত্রিওসের রিপোর্ট যথেষ্ট ইতিবাচক। ‌

Dimitrios Diamantakos

তারপরেই আজ একটি জনপ্রিয় সূত্র মারফত জানা যায় তার যোগদান করার কথা। আগামী দুইটি সিজনের জন্য কলকাতার এই প্রধানের সঙ্গে যুক্ত হয়েছেন আইএসেলের এবারের গোল্ডেন বুট জয়ী এই তারকা। গত কয়েক মরশুম কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলেছেন এই ফুটবলার। তবে এবার দল ছাড়ার কথা অনেক আগেই নিজের সোশাল সাইট থেকে জানিয়ে দিয়েছিলেন তিনি। এরপর থেকেই তার নয়া ক্লাবকে কেন্দ্র করে দেখা দেয় ধোঁয়াশা। এবার পরিষ্কার হয়ে গিয়েছে সমস্ত কিছু। কিন্তু কত অর্থের বিনিময়ে লাল-হলুদ শিবিরে যোগদান করলেন এই ফুটবলার ?

জানা গিয়েছে, আগত দুই মরশুমে খেলার জন্য প্রায় ৮ কোটি টাকা পাবেন এই দাপুটে ফুটবলার। দিমিত্রিওস ডায়মান্টাকোসের উপস্থিতি দলের আক্রমণভাগকে যে অনেকটাই শক্তিশালী করবে তা নতুন করে বলার অপেক্ষায় রাখে না।