Dimitrios Diamantakos-এর সই নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। একাধিক ক্লাবের অফার ছিল তাঁর কাছে। শেষ পর্যন্ত তিনি বেছে নিয়েছেন ইসবেঙ্গলকেই। গতবারের থেকেও আসন্ন মরসুমের জন্য ভাল দল গঠন করা হচ্ছে বলে দাবি করেছেন লাল হলুদ কর্তারা।
Dimitrios Diamantakos গতবারের ইন্ডিয়ান সুপার লিগের গোল্ডেন বুট জয়ী ফুটবলার। কেরালা ব্লাস্টার্সের হয়ে নিজের গোল করার দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। ইস্টবেঙ্গল সমর্থকরা আশা করেছেন তাঁদের প্রিয় দলের হয়েও বেশ কিছু গোল করবেন গ্রিসের তারকা ফুটবলার।
East Bengal: আজই বড় ঘোষণা করতে পারে ইস্টবেঙ্গল
দিমির যা খেলার ধরণ, তাতে ইস্টবেঙ্গলের হয়ে অপরিহার্য ভূমিকা পালন করতে পারেন। প্রথমত তাঁর গোল করার দক্ষতা। গত মরসুমে দল হিসেবে কেরালা ব্লাস্টার্স ধারাবাহিকভাবে খেলতে পারেনি। কিন্তু দিমি নিজের দায়িত্ব পালন করেছেন যথাযথভাবে। পরপর ম্যাচে গোল করেছেন। ইস্টবেঙ্গলের হয়েও এই ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি।
দিমির আরও একটা বিষয়, একাধিক পজিশনে মানিয়ে নিতে পারেন। স্ট্রাইকার কিংবা ফরোয়ার্ডের পাশাপাশি আক্রমণভাগের একাধিক পজিশনে খেলার ক্ষমতা রাখেন তিনি। ফলত কোচ কার্লেস কুয়াদ্রত তাঁকে প্রয়োজন অনুযায়ী একাধিক ভূমিকায় কাজে লাগাতে পারবেন।
East Bengal: দল বদলের গল্প: ‘চ্যাম্পিয়ন’ ফুটবলারের কাছে ইস্টবেঙ্গলের ফোন
৩১ বছর বয়সী এই গ্রিক ফুটবলার পেশাদার ফুটবলার হিসেবে একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। ফলত তাঁর অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট। ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছেন। নতুন ক্লাবের হয়েও নিজের পুরোনো ছন্দে থাকতে চাইবেন তিনি।