চিন্তার অবসান! দুবাই থেকে ফিরেই বাগানের অনুশীলনে যোগ দিমির

বর্তমানে দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে চর্চা তুঙ্গে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) সমর্থকদের। বিগত কয়েক মরসুমে এই অস্ট্রেলিয়ান ফুটবলারের দৌলতে একের পর এক খেতাব ঘরে…

Mohun Bagan to Part Ways with Dimitri Petratos

বর্তমানে দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে চর্চা তুঙ্গে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) সমর্থকদের। বিগত কয়েক মরসুমে এই অস্ট্রেলিয়ান ফুটবলারের দৌলতে একের পর এক খেতাব ঘরে তুলেছে সবুজ-মেরুন। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের লিগ কাপ জয়ের পাশাপাশি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন বাগান সমর্থকদের প্রিয় দিমি। গত সিজনে কিছুটা অফ কালার থাকলেও সঠিক সময় নিজের কাজ করে গিয়েছিলেন এই ফুটবলার। বলাবাহুল্য, গত মরসুমে তাঁর গোলেই আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান।

সেই সুবাদেই এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ে খেলার ছাড়পত্র পেয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। এবার ও তাঁর উপর ব্যাপক প্রত্যাশা প্রতিটি সভ্য সমর্থকদের। চলতি সিজনের শুরুতে তাঁকে বিমান বন্দরে আনতে যাওয়ার সময় ও বাগান সমর্থকদের উচ্ছাস যথেষ্ট নজর কেড়েছিল সকলের। তারপর থেকেই তাঁকে সামনে রেখে ডুরান্ড কাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাগান জনতা। যদিও এখনও পর্যন্ত খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। আসলে ফিটনেসের ঘাটতি যথেষ্ট প্রভাব ফেলেছে ডুরান্ডে। সেই সমস্ত কিছু ভুলে এবার নিজের হারানো ছন্দ ফেরানোই লক্ষ্য এই তারকার।

   

বিশেষ করে গত মঙ্গলবার এএফসির গুরুত্বপূর্ণ ম্যাচে আহাল এফকের বিপক্ষে দল পিছিয়ে থাকার পর তাঁর মাঠে নামার অপেক্ষায় ছিল আপামর বাগান জনতা। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে মাঠে নামাননি বাগান কোচ হোসে মোলিনা। সেই নিয়ে যদিও পরবর্তীতে দেখা দিয়েছিল বহু বিতর্ক। তাহলে কি সম্পূর্ণ ফিট নন এই অজি ফুটবলার ? সেই জল্পনা ও কার্যত উড়িয়ে দিয়েছেন বাগান কোচ। তবে এসবের মাঝেই গত কয়েকদিন আগে মোহনবাগান জার্সিতে ক্যাপশনহীন পোস্ট করেন এই তারকা। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। তাহলে কি দল ছাড়বেন তিনি?

Advertisements

সেই জল্পনা দেখা দিয়েছিল ব্যাপকভাবে। তবে পরবর্তীতে জানা যায় আপতত মোহনবাগানেই থাকছেন এই অজি তারকা। তবে কোচের অনুমতি নিয়েই দুবাইয়ে নিজের মতো করে সময় কাটাতে গিয়েছিলেন এই তারকা। শনিবার রাতেই শহরে ফিরে এসেছেন দিমিত্রি পেত্রাতোস। তারপর রবিবার সকালেই দলের অনুশীলনে দেখা যায় এই অজি ফুটবলারকে। মনকষাকষি ভুলে আসন্ন ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন বাগান সমর্থকদের নয়নের মনি। জানা গিয়েছে, এদিন তাঁর সঙ্গে আলাদা করে কথা ও নাকি বলেছেন বাগান কোচ। আসন্ন সেপাহান ম্যাচের আগে যা অনেকটাই স্বস্তি দেবে সবুজ-মেরুন শিবিরে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News