Dimitri Petratos: অবশেষে জানা গেল পেত্রাতোস কবে যোগ দিচ্ছেন অনুশীলনে

মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) সঙ্গে নতুন চুক্তিপত্রে সই করেছেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। আরও দুই বছর খেলবেন সবুজ মেরুন জার্সি পরে। দিমি মোহনবাগানেই থাকছেন…

Dimitri Petratos

মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) সঙ্গে নতুন চুক্তিপত্রে সই করেছেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। আরও দুই বছর খেলবেন সবুজ মেরুন জার্সি পরে। দিমি মোহনবাগানেই থাকছেন এ কথা আগেই অনুমান করা গিয়েছিল। অবশেষে ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে ঘোষণা। ইতিমধ্যে নতুন মরসুমের জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হোসে মোলিনা। স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার যোগ দিয়েছেন অনুশীলনে। দিমি এখনও যোগ দেননি। কবে যোগ দেবেন? এই প্রশ্নের উত্তর এবার পাওয়া গিয়েছে। 

   

ফরাসি বিপ্লবের দেশে আরও এক স্বপ্নিল পদক ভারতের

নতুন চুক্তি পত্রে সই করার পর দিমি বলেছেন, ‘ক্লাব আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করব দলকে আরও ট্রফি জিততে সাহায্য করতে।’ উক্ত মরসুমে ১০ গোল করার পাশাপাশি সাতটি অ্যাসিস্ট করেছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

পেত্রাতোস এটাও মনে করছেন যে মোহনবাগান সুপার জায়ান্টের গত মরসুমের তুলনায় এই মরসুমে আরও ভাল দল তৈরি করেছে। স্বদেশী জেমি ম্যাকলারেনকেও কলকাতার ক্লাবে স্বাগত জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে হোসে মোলিনাস দলে যোগ দেবেন এই অস্ট্রেলিয়ান। 

তাঁর বিন্দাস মুডেই ঝড়, আপাতত দুনিয়ার ‘হটেস্ট ম্যান’ ওলিম্পিয়ান ইউসুফ ডিকেচ!

ইন্ডিয়ান সুপার লিগে আবির্ভাব থেকেই সবুজ মেরুন ব্রিগেডের ভরসার মুখ হয়ে উঠেছেন দিমি পেত্রাতস। গোল করেছেন, করিয়েছেন। গোলের সুযোগ তৈরি করার ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্টে তিনিই সেরা। ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২১ ম্যাচে ৫৪ টি সুযোগ তৈরি করেছেন পেত্রাতস। মরসুমে সবথেকে বেশি সুযোগ তৈরি করার ব্যাপারে তিনি ছিলেন সামনের সারিতে।