ইন্ডিয়ান সুপার লিগে গত কয়েকটি মরসুমে অনবদ্য পারফরম্যান্স করে আসছেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। গোল করার পাশাপাশি খেলোয়াড়দের গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই অস্ট্রেলিয়ান মিডফিল্ডারের। আইএসএল ও লিগ শিল্ড জয় করার পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টের বহু উত্থান পতনের সাক্ষী থেকেছেন তিনি। যারফলে অনায়াসেই আপামর বাগান জনতার নয়নের মনি হয়ে উঠেছেন দিমি। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করে সবুজ-মেরুন ফুটবলারদের মনে।
Also Read | IFA Shield : প্রকাশ্যে এল IFA শিল্ডের দিনক্ষণ, বাংলার দল ছাড়া যোগ দিচ্ছে বিদেশি ফুটবল ক্লাব!
চলতি সিজনে ও তাঁর অন্যথা হয়নি। ডুরান্ড কাপ হোক কিংবা আইএসএল ময়দানের এই প্রধানের জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন পেত্রাতোস। সপ্তাহ কয়েক আগে মরসুমের প্রথম ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে ধরাশায়ী করার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই অজি ফুটবলার। সময়ের সাথে সাথে জেসন কামিন্স থেকে শুরু করে জেমি ম্যাকলারেনের মতো গোলমেশিন মোহনবাগানের সঙ্গে যুক্ত থাকলেও দিমিত্রি পেত্রাতোসের উপর বিশ্বাস থেকে গিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্টের। সেজন্য পুরনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর সঙ্গে ফের দীর্ঘমেয়াদি চুক্তি করে ফেলে ময়দানের এই প্রধান।
Also Read | জাতীয়স্তরে শেষ কবে মুখোমুখি হয়েছিল দুই ক্লাব, ম্যাচের ফলাফল ছিল কার পক্ষে? জানুন
সেই নিয়ে যথেষ্ট খুশি এই তারকা ফুটবলার। গ্যালারি ভর্তি বাগান সমর্থকদের সামনে নিজের সেরাটা তুলে ধরতে পারাটাই যেন বড় পাওনা দিমিত্রি পেত্রাতোসের কাছে। সেইসাথে সবুজ-মেরুন সমর্থকদের তরফে যে অফুরন্ত ভালোবাসা ও উন্মাদনা চাক্ষুষ করেছেন, সেটা রীতিমতো অবাক করেছে তাঁকে। এই সমস্ত কিছু নিয়েই ইন্ডিয়ান সুপার লিগের একটি বিশেষ অনুষ্ঠানে নিজের মতামত তুলে ধরেন বাগানের এই ভরসাযোগ্য ফুটবলার। যেখানে দলের সমর্থকদের পাশাপাশি সতীর্থদের নিয়ে ও ভূয়সী প্রশংসা শোনা যায় তাঁর থেকে।
Also Read | ম্যাচ গড়াপেটা কাণ্ডে লিগে নিষিদ্ধ ২৪ ফুটবলার সহ তিন ক্লাব
প্রথমেই সবুজ-মেরুন সমর্থকদের কথা উল্লেখ করে তিনি বলেন, “স্টেডিয়াম ভর্তি সমর্থকদের সামনে খেলতে নামা যেন এক আলাদাই অনুভূতি। ভালো খেলে ম্যাচ জেতার ক্ষেত্রে দলের সমর্থকরা আমাদের কাছে বাড়তি অনুপ্রেরণা জোগায়। আমরা এশিয়ার সবচেয়ে বড় ডার্বি খেলি, সেটা তো এক আলাদাই অনুভূতি।” পাশাপাশি তিনি আরও বলেন, “বিদেশি ফুটবলারদের মুখে শোনা যায় যে মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকরা বিশ্বের সেরা সমর্থকদের মধ্যে অন্যতম হতে পারে। ফুটবল নিয়ে তাঁদের আবেগ ও ভালোবাসা অনস্বীকার্য।”
এছাড়াও সতীর্থ ফুটবলারদের মধ্যে ভারতীয় ফরোয়ার্ড মনবীর সিংয়ের কথা বিশেষ ভাবে উল্লেখ করেন পেত্রাতোস। তাঁর কথায়, ” মনবীর সিংকে আমরা ভারতের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলে ডাকি। সে যথেষ্ট পরিশ্রমী ফুটবলার। যথেষ্ট পেশাদার। সবুজ-মেরুন জার্সিতে সে নিয়মিত গোল করে আসছে। প্রায় রোনাল্ডোর মতোই সে লম্বা। ওর থেকে আরও অনেক কিছু দেখা বাকি রয়েছে।” দিমির এই মন্তব্য যথেষ্ট খুশি করেছে ভারতীয় ফুটবলপ্রেমীদের।