সাফল্যের মধ্য দিয়ে গত সিজন শেষ করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের লিগ শিল্ড জয়ের পাশাপাশি লিগ কাপ ও এসেছিল তাঁদের ঘরে। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। এই নতুন সিজনে সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য মেরিনার্সদের। পাশাপাশি গতবারের হতাশা ভুলে আন্তর্জাতিক টুর্নামেন্ট তথা এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ে নিজেদের সেরাটা দেওয়ার পরিকল্পনা ছিল সকলের। সেইমতো নিজেদের প্রস্তুত করেছিলেন বাগান ফুটবলাররা। প্রথম ম্যাচে ঘরের মাঠে পরাজিত হতে হয়েছিল আহাল এফকের কাছে।
যেটা বিরাট বড় ধাক্কা ছিল সমর্থকদের জন্য। তবে সকলেই মনে করেছিল যে দ্বিতীয় ম্যাচে সেপাহান এফসির বিপক্ষে হয়তো লড়াকু পারফরম্যান্স দেবে বাগান ব্রিগেড। কিন্তু সেটা সম্ভব হয়নি। বিগত কয়েক সপ্তাহ ধরেই মোহনবাগানের (Mohun Bagan) ইরান যাত্রা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। আসলে দলের চার ফুটবলারের ইরানে যাওয়ার ভিসা পাওয়ার অনিশ্চয়তার কথা সামনে আসার পর থেকেই যথেষ্ট উদ্বিগ্ন হয় উঠেছিল সকলে। পরবর্তীতে বিভিন্ন মাধ্যম সূত্রে শোনা যাচ্ছিল যে ভারতীয় ব্রিগেড নিয়েই হয়তো বিদেশ সফর করবে মেরিনার্সরা। কিন্তু তাও সম্ভব হয়নি।
যারফলে বর্তমানে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে সমর্থকরা। সেই প্রভাব লক্ষ্য করা গিয়েছিল গত মঙ্গলবারের অনুশীলনে। পরবর্তীতে বাগান সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল দুই তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সকে। সমর্থকের তরফে ইরান না যাওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসতে শুরু করেছিল দুই অজি বিশ্বকাপারের কাছে। উভয়ের এই কথা কাটাকাটির মধ্যে পরিস্থিতি সামাল দিতে সমর্থকদের দিকে এগিয়ে এসেছিলেন আরেক তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। তবে পরিস্থিতি সামাল দেওয়ার বদলে নিজেই উত্তপ্ত হয়ে ওঠেন এই বিদেশি তারকা।
এমনকি রাগের বশবর্তী হয়ে এক সমর্থকের হাত থেকে মোবাইল ফোনও কেড়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায দিমিকে। সেই নিয়ে নিন্দের ঝড় বইতে শুরু করেছে বাগান সমর্থকদের মধ্যে। এবার সেই সমস্ত কিছু মাথায় রেখে সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ পোস্ট করেন এই ফুটবলার। মোহনবাগানের (Mohun Bagan) জার্সির উপর এএফসির অ্যাপ্রন পরিহিত একটি ছবি আপলোড করে তিনি লেখেন, ” আমি সবসময় গর্বের সাথে এই জার্সিটি পরেছি এবং এই ক্লাবের জন্য আমার সেরাটা দিয়েছি এবং ভবিষ্যতেও তা করে যাব। যেকোনো পরিস্থিতিতে আমি আমার সতীর্থদের সর্বদা রক্ষা করব। মাঠে এবং মাঠের বাইরে আমি সবসময় এই ক্লাবের জন্য ভালোবাসা এবং আবেগ দিয়ে থাকি।”