Team of the Week: জয়ের ধারা বজায় রেখেই এবারের ইন্ডিয়ান সুপার লিগে অভূতপূর্ব সাফল্য পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অনায়াসেই তাঁরা পরাজিত করেছে হুগো বুমোসদের ওডিশা এফসিকে। যারফলে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে এবারের আইএসএলের লিগ শিল্ড ঘরে তুলেছে সবুজ-মেরুন ব্রিগেড। সেই ঘোর এখনও কাটেনি সবুজ-মেরুন সমর্থকদের। এই নিয়ে টানা দুইটি সিজনে আইএসএলের লিগ শিল্ড জয় করল কলকাতা ময়দানের এই প্রধান। দলের হয়ে একটিমাত্র গোল আসে দিমিত্রি পেত্রাতোসের পা থেকে।
বলাবাহুল্য, সিজনের শুরুটা খুব একটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার এই ফুটবলারের। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। রবিবার সল্টলেক স্টেডিয়াম সেটাই প্রমাণ করেছেন দিমি। এমন অনবদ্য পারফরম্যান্সের দরুন সকলের মন জয় করে নিয়েছেন বাগানের এই ফুটবলার। যারফলে খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান সুপার লিগে এবারের টিম অফ দ্যা উইকে স্থান পেয়েছেন এই ফুটবলার। কিন্তু তিনি একানন। এবারের এই দলে স্থান করে নিয়েছেন আরেক দিমি। তিনি দিমিত্রিওস ডায়মান্তাকস। চলতি ফুটবল মরসুমের শুরুতেই কেরালা ব্লাস্টার্স থেকে ইমামি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন এই গ্ৰীক ফুটবলার।
তবে গতবারের পারফরম্যান্সের একেবারেই ধারে কাছে নেই এই বিদেশি ফরোয়ার্ড। একাধিকবার গোলের সুযোগ পেলে ও তা কাজে লাগাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে গতবারের গোল্ডেন বুট জয়ী এই তারকাকে। যারফলে তাঁকে নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছিল লাল-হলুদ সমর্থকদের মধ্যে। কিন্তু গত পাঞ্জাব ম্যাচে তাঁর করা গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। পরবর্তীতে ব্যবধান বাড়ান নাওরেম মহেশ সিং এবং লালচুংনুঙ্গা। গত মহামেডান ম্যাচের পর পাঞ্জাব ম্যাচে ও সকলের নজর কেড়েছেন নাওরেম মহেশ সিং। এমন অনবদ্য পারফরম্যান্সের জন্য এবার ও টিম অফ দ্যা উইকে থাকলেন জাতীয় দলের এই ফুটবলার।
এছাড়াও রয়েছেন লাল-হলুদের দাপুটে ডিফেন্ডার মহম্মদ রাওকিপ। বিগত কয়েক ম্যাচ ধরেই তাঁর পারফরম্যান্স ভরসা যুগিয়ে আসছে সকলকে। তাই এবার অনায়াসেই আইএসএলের ২৩ তম সপ্তাহের সেরা একাদশে নিজের স্থান করে নিয়েছেন তিনি। সেইসাথে সেরা কোচ হিসেবে রয়েছেন বাগান হেডস্যার জোসে মোলিনা।