শেষ কয়েক মরসুম ধরেই আইএসএলে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গতবছর লিগ চ্যাম্পিয়ন না হতে পারলেও অনায়াসেই লিগ শিল্ড জয় করেছিল ময়দানের এই প্রধান। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অস্ট্রেলিয়ান ফুটবলার দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। গোটা সিজন জুড়ে গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট দক্ষতা দেখিয়েছিলেন তিনি। এই অনবদ্য পারফরম্যান্সের দরুন তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়েছিল ম্যানেজমেন্ট। নতুন সিজনের শুরু থেকেই নিজের পুরনো ছন্দে ধরা দিয়েছিলেন এই তারকা।
এবার বড়দিনের উৎসবে কলকাতায় নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন এই দাপুটে ফুটবলার। কয়েক ঘন্টা আগে নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশকিছু ছবি আপলোড করেন দিমিত্রি পেত্রাতোস। যেখানে সাদা ড্রেসে নিজের স্ত্রী সন্তানদের সঙ্গে দেখা যায় বাগানের এই ভরসাযোগ্য ফুটবলারকে। পাশাপাশি আরেকটি ছবিতে একটি ক্রিসমাস ট্রিয়ের সাথে ও ছবি তুলতে দেখা যায় তাঁর সন্তানদের। এই দুইটি ছবি নিঃসন্দেহে মন জয় করেছে সবুজ-মেরুন জনতার। তবে শুধুমাত্র দিমিত্রি নয় বড়দিনের আমেজে ভাসতে দেখা গিয়েছে সতীর্থ জেমি ম্যাকলারেন থেকে শুরু করে জেসন কামিন্স, গ্ৰেগ স্টুয়ার্ট এবং টম অলড্রেডদের।
বলাবাহুল্য, দিমির দুরন্ত সক্রিয়তার ফলে এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকেই অপ্রতিরোধ্য থেকেছে সবুজ-মেরুন ব্রিগেড। সহজেই এসেছে ডার্বি জয়। কিন্তু এবার চোটের সমস্যায় নাজেহাল এই অস্ট্রেলিয়ান তারকা। যারফলে গত গোয়া ম্যাচের পর থেকেই দলের সাথে পুরোদমে অনুশীলন করতে দেখা যায়নি এই দাপুটে ফুটবলারকে। বর্তমানে সেই চোটের সমস্যা থেকে যাওয়ায় আসন্ন পাঞ্জাব ম্যাচে খেলতে পারবেন না এই তারকা। যা প্রভাব ফেলতে পারে দলের আক্রমণভাগে।
উল্লেখ্য, গত বছর ডুরান্ড কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে সাফল্য পেয়েছিল মোহনবাগান। সেবার দিমিত্রি পেত্রাতোসের গোলেই এসেছিল জয়। এই নয়া সিজনে ও তাঁর দুরন্ত পারফরম্যান্সের আশায় মেরিনার্সরা।