Dimitri Petratos: কলকাতায় চলে এলেন দিমিত্রি পেত্রাতোস

Dimitri Petratos

কাল শোনা যাচ্ছিলো সেপ্টেম্বর মাসের শুরু’তে কলকাতায় আসবেন এটিকে মোহনবাগানের অস্ট্রেলিয়ান মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)।কিন্তু ক্লাবে গোল করিয়ে লোকের অভাব দেখা দেওয়ায় মঙ্গলবার তড়িঘড়ি করে কলকাতায় নিয়ে আসা হলো এই অজি তারকা’কে।

Advertisements

মঙ্গলবার সকালেই কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন দিমিত্রি।সপরিবারে এসেছেন এই ফুটবলার।বিমানবন্দরে তাকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা।

সূত্রের খবর অনুযায়ী বুধবার থেকে অনুশীলনে নেমে পড়তে পারেন এই ফুটবলার।আর যদি কাল না হয়,তবে পরশু থেকে জোরকদমে এএফসি কাপের প্রস্তুতি নেওয়া শুরু করে দেবেন তিনি।

Advertisements

অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেললেও, গোল করতেও ভীষণ পারদর্শী এই ফুটবলার।২০১৮ এর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করা এই ফুটবলার এ লিগে ব্রিসবেন জেটস এবং নিউক‍্যাসল জেটসের হয়ে মোট ৩৭ টা গোল করেছিলেন।তাই এইমুহুর্তে সকল সবুজ মেরুন সমর্থক’দের আশা দিমিত্রি যেনো তাদের গোলের খড়া মেটান।

এদিন শহরে এসেই এএফসি কাপের ম‍্যাচের কথা শোনা গেছে দিমিত্রি’র বুকে।সবুজ মেরুনের আবেগ ইতিমধ্যে টের পেয়েছেন তিনি, তাই বিমানবন্দরে’ই দিয়েছেন ” জয় মোহনবাগান ” ধ্বনি। এটিকে মোহনবাগানের গোল করিয়ে হিসেবে এই অস্ট্রেলিয়ার বিশ্বকাপার কতোটা সফল হন,এখন নজর থাকবে সেই দিকে।