Mohun Bagan: সবাইকে চিন্তায় ফেলে অনুশীলনে সক্রিয় থাকলেন না অজি তারকা

সাময়িক ছুটির সমাপ্তি ঘটিয়ে অবশেষে গতকাল থেকে অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। তবে বর্তমান সময়ে মনবীর সিং থেকে শুরু করে সাহাল…

Dimitri Petratos

সাময়িক ছুটির সমাপ্তি ঘটিয়ে অবশেষে গতকাল থেকে অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। তবে বর্তমান সময়ে মনবীর সিং থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপার মতো ফুটবলার জাতীয় শিবিরে কোচ ইগর স্টিমাচের তত্ত্বাবধানে খেললেও নিজের ক্লাবের বাকি ফুটবলারদের নিয়েই অনুশীলন শুরু করে দিয়েছেন বাগান কোচ।

মূলত দলের ফুটবলারদের পুনরায় ম্যাচফিট করে নিয়ে জয়ের সরনীতে ফেরাই একমাত্র লক্ষ্য কলকাতার এই প্রধানের। উল্লেখ্য, এএফসি কাপের শেষ ম্যাচে বাংলাদেশে গিয়ে বসুন্ধরা এরিনাতে বসুন্ধরা কিংসের কাছে পরাজিত হতে হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। যেখানে প্রথমদিকে লিস্টন কোলাসোর করা একমাত্র গোলে দল এগিয়ে থাকলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি।

পরবর্তীতে সমতায় ফিরে নিজেদের ভয়ঙ্কর রূপ ধরে বসুন্ধরা কিংস ক্লাব। শেষ পর্যন্ত রবিনহোর গোলে নিজেদের ঘরের মাঠে জয় নিশ্চিত করে বাংলাদেশের এই ফুটবল ক্লাব। যা নিয়ে প্রবল হতাশ আপামর সবুজ-মেরুন জনতা। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া মেরিনার্সরা। সেইমতো নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছেন দলের ফুটবলাররা। সূচী অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই এএফসি কাপের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে হবে তাদের। যেখানে তাদের মুখোমুখি হতে হবে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে। গত লেগে নিজেদের ঘরের মাঠে বড় ব্যবধানে জয় পেয়েছিল মোহনবাগান। তবে এবার নিজেদের জয় তুলে নিতে মরিয়া হয়ে উঠেছেন আহমেদ জাহু থেকে শুরু করে মুর্তাজা ফল ও রয়কৃষ্ণার মতো ফুটবলাররা।

Advertisements

তবে এদিন বাগানের অনুশীলনে বল পায়ে বাকিদের সঙ্গে সেভাবে দেখা যায়নি অজি তারকা দিমিত্রি পেট্রতোসকে। মূলত মাঠের এক কর্নারে ফিটনেস ট্রেনিংয়ের দিকেই মনোনিবেশ করতে দেখা যায় এই দাপুটে ফুটবলারকে। উল্লেখ্য, চোটের কারনে গত ম্যাচে খেলতে নামেননি এই তারকা। যার প্রভাব দেখা দিয়েছিল দলের অন্দরে। তাহলে কি এখনো পুরোপুরি সুস্থ হননি দিমিত্রি? এই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। তবে অনেকের মতে আসন্ন ম্যাচ থেকেই হয়ত মাঠে খেলবেন পেট্রতোস।