দিমির স্টোরিতে এবার ট্রেন্ডের ছোঁয়া, একসাথে বাগানের তিন তারকা

সাফল্যের মধ্য দিয়ে গত মরসুম শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের লিগ শিল্ড জয়ের পাশাপাশি লিগ কাপ ও এসেছিল সবুজ-মেরুনে।…

Dimitri Petratos, the Australian footballer, is pictured in his Mohun Bagan SG jersey. He is standing confidently on a football field, with stadium lights in the background, highlighting his presence on the team.

সাফল্যের মধ্য দিয়ে গত মরসুম শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের লিগ শিল্ড জয়ের পাশাপাশি লিগ কাপ ও এসেছিল সবুজ-মেরুনে। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। এই নতুন সিজনে সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য মেরিনার্সদের। পাশাপাশি গতবারের হতাশা ভুলে আন্তর্জাতিক টুর্নামেন্ট তথা এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে গতবারের আইএসএল জয়ীদের। সেক্ষেত্রে এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপকে কার্যত প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবেই দেখেছিলেন বাগান কোচ।

Also Read | আগামী বছর পর্যন্ত এই বিদেশি ফুটবলারকে ধরে রাখল জামশেদপুর

   

এক্ষেত্রে টুর্নামেন্টের প্রথম থেকেই দারুন ছন্দে ছিল সবুজ-মেরুন ব্রিগেড। গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েই দল উঠেছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। কিন্তু সেখানেই পরাজিত হতে হয়েছিল পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে। সেই ধাক্কা কাটিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য থাকবে সকলের। এক্ষেত্রে জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেনের মতো তারকা ফুটবলারদের পাশাপাশি সকলের নজর থাকবে আরেক অজি তারকা দিমিত্রি পেত্রাতোসের (Dimitri Petratos) দিকে। গত ফুটবল সিজনে পূর্ব প্রত্যাশা অনুযায়ী খুব একটা ভালো ফুটবল উপহার দিতে পারেননি এই তারকা।

Dimitri Petratos 3D Model Story with Mohun Bagan Stars Goes Viral on Social Media
Dimitri Petratos 3D Model Story with Mohun Bagan Stars Goes Viral on Social Media

তবে এবার নিজের ছন্দ ফেরানোর লক্ষ্য থাকবে এই ফুটবলারের। সেইমতো হোসে মোলিনার তত্ত্বাবধানে নিজেকে প্রস্তুত করছেন দিমি‌ (Dimitri Petratos)। তবে এসবের মাঝেই ট্রেনিংয়ে গা ভাসালেন বাগানের এই তারকা ফুটবলার। সম্প্রতি এআইএয়ের সাহায্য নানা ধরনের ছবি সারা ফেলছে গোটা মাধ্যম জুড়ে। তাঁর মধ্যেই এবার থ্রি-ডি মডেলে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ পদ্ধতি অবলম্বন করে এমন ছবি বানিয়ে নেট মাধ্যমে ইতিমধ্যেই শেয়ার করে ফেলেছেন বহু নেটাগরিক। এবার দিমিত্রি পেত্রাতোসের (Dimitri Petratos) সোশ্যাল সাইটের স্টোরিতে ও দেখা মিলল এমন ছবি। এক সমর্থকের তৈরি করা ছবি এবার নিজের সোশ্যাল সাইটে আপলোড করলেন তিনি।

Advertisements

Also Read | ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিলেন এই দুই ফুটবলার

যেখানে তাঁর পাশাপাশি থ্রি-ডি মডেলে দেখা গিয়েছে বাগানের সবুজ-মেরুনে দাপিয়ে খেলা যাওয়া আরও দুই তারকা ফুটবলারকে। যাদের মধ্যে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা তথা বাগানের সবুজ তোতা হোসে ব্যারেটো এবং হাইতীয় তারকা সনি নর্দে। যা নিঃসন্দেহে নজর কেড়েছে সকলের। পাশাপাশি আরও লেখা রয়েছে “এই ৩ জন খেলোয়াড়। এই ৩ জনের খেলোয়াড় নয়। আমাদের আবেগ।”