অমীমাংসিত প্রথমার্ধ, দিমির গোলে এগিয়ে ইস্টবেঙ্গল

গত ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয় সুনিশ্চিত করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেই ধারা বজায় রাখার পরিকল্পনা নিয়েই শনিবার যুবভারতীর বুকে খেলতে নামে…

East Bengal, ISL , East Bengal vs Jamshedpur, Dimitrios Diamantakos , East Bengal performance,

গত ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয় সুনিশ্চিত করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেই ধারা বজায় রাখার পরিকল্পনা নিয়েই শনিবার যুবভারতীর বুকে খেলতে নামে অস্কার ব্রুজনের ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে খালিদ জামিলের জামশেদপুর এফসির সঙ্গে। ঘরের মাঠে ম্যাচ থাকার সুবাদে প্রথম থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে দেখা যায় লাল-হলুদ ফুটবলারদের। তবে গোলের মুখ খোলা সম্ভব হয়নি। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ আসলেও সেটা কাজে লাগাতে পারেননি ফুটবলাররা।

East Bengal Eyes Victory Streak with Jamshedpur Clash: Spotlight on Starting XI

   

যারফলে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধ। শুধুমাত্র ইস্টবেঙ্গল নয় প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণ শানিয়ে ছিল জাভিয়ের সিভেরিও টোরোরা। কিন্তু হিজাজি মাহেরদের দক্ষ ডিফেন্সে আটকে যেতে হয় বারংবার। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রবল চাপ বাড়াতে শুরু করে লাল-হলুদ ব্রিগেড। যা সামাল দিতে কিছুটা হলেও কালঘাম ছুটতে থাকে প্রতিপক্ষ ফুটবল দলের। পাল্টা আক্রমণ করতে ছাড়েনি খালিদ জামিলের ছেলেরা। যারফলে বয়স বাড়ার সাথে সাথেই জমজমাট হয়ে উঠতে থাকে গোটা ম্যাচ। এসবের মাঝেই ম্যাচের পঞ্চম কোয়ার্টারে আসে গোল।

গ্রীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকসের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বলাবাহুল্য, চোট সমস্যা থাকায় শেষ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি গতবারের গোল্ডেন বুট জয়ী। কিন্তু এবার ফিরে এসেই নিজের জাত চেনাচ্ছেন এই তারকা। বর্তমানে ম্যাচের আশি মিনিটের শেষে তাঁর করা গোলেই এগিয়ে মশাল ব্রিগেড। শেষ পর্যন্ত আদৌ জয় আসে কিনা এখন সেদিকেই নজর থাকবে সকলের। অন্যদিকে, বাকি সময়ের মধ্যেই গোল করে সমতায় ফিরতে চাইবে রেই তাচিকাওয়ারা।