IPL-এ আর হবে না মেগা নিলাম! বৈঠকের পর বাড়ল জট

IPL 2024 New Rule

আইপিএল (IPL) ২০২৫-এর প্রস্তুতিতে গতি আনতে বৈঠকে বসেছিল টিম মালিক ও বিসিসিআই। টুর্নামেন্টের মেগা নিলামের জন্য একটি দলে কতজন খেলোয়াড় রাখা হবে, ধরে রাখার সংখ্যা কত হবে? ইমপ্যাক্ট রুল থাকা উচিত কি না, এই সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তবে এই বৈঠকে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই।

Durand Cup: শিলিগুড়ির লিটনের গোলে হার মানল চেন্নাইয়িন

   

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের  ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে বৈঠকে বিতর্কের মূল বিষয় ছিল আসন্ন মরশুমের আগে মেগা নিলাম আয়োজন করা হবে কিনা। বুধবার রাতে মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে বিসিসিআইয়ের সঙ্গে আইপিএল দলের মালিকদের বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি। এরপরই আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিসিসিআই।

ক্রিকবাজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানসহ কিছু টিম মালিক মেগা নিলামের বিরোধিতা করছেন।দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দাল মুম্বইয়ে সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেছেন, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়েও মতপার্থক্য রয়েছে।

Suryakumar Yadav: বিরাট-বাবরের পর সূর্যকুমারের নামেও এবার বড় রেকর্ড

রিপোর্টে আরও বলা হয়েছে, বিসিসিআই যদি মেগা নিলাম শেষ করার সিদ্ধান্ত নেয়, তাহলে আর রিটেনের প্রয়োজন হবে না। আলোচনার দ্বিতীয় ইস্যুটি ছিল রিটেনের সংখ্যা এবং এই বিষয়েও দশ মালিকের মধ্যে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনটাও দাবি করা হচ্ছে, বৈঠকে একটা সময় কেকেআরের মালিকদের সঙ্গে পঞ্জাব কিংসের সহ-মালিক নেস ওয়াদিয়ার বচসা বাধে। শাহরুখ বৃহত্তর ভাবে রিটেনের পক্ষে ছিলেন, অন্যদিকে ওয়াদিয়া এর বিপক্ষে ছিলেন।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের মূল উদ্দেশ্য ছিল আনক্যাপড ভারতীয় খেলোয়াড়দের আরও ম্যাচের অভিজ্ঞতা দেওয়া। তবে ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাসহ অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও কোচ মনে করেন, এতে খেলার ভারসাম্য নষ্ট হচ্ছে এবং অলরাউন্ডারদের বিকাশ থমকে গেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন