ওডিশা এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন দিয়াগো মাউরিসিও

এবারের মরসুমটা খুব একটা ভালো ছিল না ওডিশা এফসির (Odisha FC)। অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরুর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল…

Diego Mauricio Bids Farewell to Odisha FC

এবারের মরসুমটা খুব একটা ভালো ছিল না ওডিশা এফসির (Odisha FC)। অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরুর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল লিগের টানা দুইটি ম্যাচ। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে ম্যাচ এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। তবুও গত বছরের শেষের দিকে দুর্বল মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করলেও নতুন বছর থেকেই একেবারে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল ওডিশা। প্রথমেই তাঁরা পরাজিত করে মানোলো মার্কুয়েজের এফসি গোয়াকে।

পরবর্তী ম্যাচে চেন্নাইয়িন এফসির সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ওডিশা এফসির। অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। তারপর সেই ছন্দ বজায় রেখেই বেঙ্গালুরু এফসিকে আটকে দেয় হুগো বুমোসরা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে গোটা দলের। এই ছন্দ বজায় রেখেই হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবকে। স্বাভাবিকভাবেই কঠিন হয়ে উঠতে শুরু করেছিল সুপার সিক্সের লড়াই।তবুও নিজেদের সেরাটা দিতে বধ্যপরিকর ছিল দিয়াগো মাউরিসিওরা।

   

Also Read | ইন্টার কাশীর এই ডিফেন্ডারের দিকে নজর আইএসএলের বহু ক্লাবের

সাদা-কালো ব্রিগেডের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করার পর টুর্নামেন্টের শেষ ম্যাচে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে সুপার সিক্সে টিকে থাকার আশা জিইয়ে রেখেছিল একবারের সুপার কাপ জয়ীরা‌। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানতেন সকলে। পূর্বে পয়েন্ট নষ্ট করার দরুন সুপার সিক্সের লড়াইয়ের টিকে থাকতে হলে শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হত শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে। কিন্তু সেটা সম্ভব হয়নি।

Advertisements

যারফলে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেখানে ও মিলেছে হতাশা। পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা।

এই সমস্ত কিছু ভুলে নতুন সিজনে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ওডিশা দলের। তবে এসবের মাঝেই জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব ছাড়লেন দলের তারকা ফুটবলার দিয়াগো মাউরিসিও। মঙ্গলবার রাতে সেটাই জানানো হয় ওডিশা এফসির তরফে। যেখানে ওডিশা দলের জার্সিতে দিয়াগো মাউরিসিও অনবদ্য পারফরম্যান্সের বেশকিছু ভিডিও আপলোড করে লেখা হয়, ” ডিয়ার দিয়াগো। মে মাসে আপনার সঙ্গে আমাদের শেষ হয়েছে। আপনি আমাদের সঙ্গে যে অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন তার জন্য আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাঠে আপনার আবেগ, দক্ষতা এবং নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং আপনি পুরো ওডিশা এফসি পরিবারের হৃদয়ে আপনার নাম গেঁথে রেখেছেন। আপনার তৈরি করা অসাধারণ মুহূর্তগুলি এবং দলের প্রতি আপনার অটল প্রতিশ্রুতি আমরা সর্বদা মনে রাখব। আপনি কেবল একজন খেলোয়াড় ছিলেন না আপনি আমাদের একজন ছিলেন। মাঠ এবং মাঠের বাইরে আপনার অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলবে।”