গলফ খেলায় মেতেছেন ডায়মন্ড হারবারের এই তারকা ফুটবলার

এবারের সিজনের শুরুটা খুব একটা ভালো ছিল না ডায়মন্ড হারবার এফসির (Luka Majcen)। গোলের সমস্যার জন্য কলকাতা ফুটবল লিগের প্রথম দিকে আটকে যেতে হয়েছিল বাংলার…

Diamond Harbour FC’s Star Luka Majcen Swaps Football for Golf

এবারের সিজনের শুরুটা খুব একটা ভালো ছিল না ডায়মন্ড হারবার এফসির (Luka Majcen)। গোলের সমস্যার জন্য কলকাতা ফুটবল লিগের প্রথম দিকে আটকে যেতে হয়েছিল বাংলার এই দলকে। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ময়দানের অন্যতম শক্তিশালী এই ফুটবল দল। সেক্ষেত্রে একটি গোলের ব্যবধানে উয়াড়ী অ্যাথলেটিক দলের বিপক্ষে এসেছিল জয়। পরবর্তীতে ফের হতাশাজনক পারফরম্যান্স থাকলেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করাই এখন অন্যতম লক্ষ্য ছিল তাঁদের। যদিও সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।‌

তবে সেই ধাক্কা ভুলে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে অংশ নিয়েছিল কিবু ভিকুনার ছেলেরা। সেই কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনে জোর দিয়েছিল ম্যানেজমেন্ট। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি সেক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে দলের বিদেশি ফুটবলার নির্বাচনে। এক্ষেত্রে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল খেলা একাধিক তারকাদের যুক্ত করেছিল ডায়মন্ড হারবার। যাদের মধ্যে অন্যতম ছিলেন স্লোভেনিয়ান তারকা লুকা মাজসেন। গত মরসুমে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন এই ফরোয়ার্ড।

   

গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বছর পঁয়ত্রিশের এই ফুটবলারের। তবে নতুন সিজনে আর তাঁকে দলে রাখতে আগ্রহী ছিল না ম্যানেজমেন্ট। সেইমতো গত কয়েক মাস আগেই তাঁকে বিদায় জানিয়েছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। পরবর্তীতে তাঁকে নিতে একাধিক ফুটবল দল আসরে নামলেও শেষ পর্যন্ত বাজিমাত করে ডায়মন্ড হারবার। আপতত দুইটি মরসুমের জন্য এবার তাঁকে দলে টেনেছে আইলিগের এই নতুন দল। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। তবে নতুন দলে মানিয়ে নিতে খুব একটা বেশি সময় লাগেনি এই ফুটবলারের।

Advertisements

ডুরান্ডের প্রথম থেকেই চনমনে মেজাজে ধরা দিয়েছিলেন তিনি। মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি ফাইনাল সহ অন্যান্য বেশকিছু ম্যাচে ও গোল ছিল এই তারকার। যদিও শেষ রক্ষা হয়নি। তবে সেইসব ভুলে এবার আইলিগের দিকে নজর রয়েছে তাঁদের। কিন্তু তাঁর আগেই ছুটির মেজাজে গলফ খেলায় মজলেন এই বিদেশি ফুটবলার। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশকিছু ভিডিও আপলোড করেছেন এই তারকা। যা নিঃসন্দেহে মন কেড়েছে ফুটবল অনুরাগীদের।