আগের বছর সর্বভারতীয় ক্লাব টুর্নামেন্ট গুলিতে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC)। ব্যাপক দক্ষতার সাথে নিজেদের অস্তিত্ব প্রমাণ করেছিল কিবু ভিকুনার ছেলেরা। তৃতীয় ডিভিশন আইলিগের পাশাপাশি দেশের দ্বিতীয় ডিভিশন আইলিগে ও বজায় ছিল বাংলার এই ফুটবল ক্লাবের দাপট। অতি সহজেই তাঁরা পিছনে ফেলে দিয়েছিল চানমারি এফসির মতো শক্তিশালী দলকে। যারফলে শেষ পর্যন্ত দ্বিতীয় ডিভিশন আইলিগ জয় করে প্রথম ডিভিশন আইলিগে খেলা ছাড়পত্র সংগ্রহ করে ডায়মন্ড হারবার। সেই সুবাদে এবার
প্রায় প্রতিটি স্তরেই বজায় থাকল বাংলার ক্লাবগুলি।
তবে অতি অল্প সময়ের মধ্যে আইলিগের সর্বোচ্চ পর্যায় সুযোগ করে নেওয়া, নিঃসন্দেহে বিরাট বড় পাওনা। সেই কথা মাথায় রেখেই এবার দল গঠনের কাজে হাত দিয়েছিল ডায়মন্ড হারবার ম্যানেজমেন্ট। এক্ষেত্রে গত কয়েক সপ্তাহে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল খেলা একাধিক তারকাদের ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। বিদেশি ফুটবলারদের পাশাপাশি এক্ষেত্রে সমানভাবে গুরুত্ব পেয়েছে ভারতীয় ফুটবলাররা। যার জন্য কিছুদিন আগেই শোনা যাচ্ছিল বেঙ্গালুরু এফসির উইঙ্গার হালিচরণ নার্জারির নাম। আগামী বছর পর্যন্ত তাঁর সঙ্গে দলের চুক্তি থাকলেও এবার নাকি এই ফুটবলারকে পেতে চাইছে আইলিগের এই দল।
সেইমতো বাড়তি ট্রান্সফার ফি দিয়ে এই অসমীয়া ফুটবলারকে দলে টানতে পারে ডায়মন্ড হারবার। কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। কিন্তু এখানেই শেষ নয় চমক। মনে করা হচ্ছে আইলিগের মতো এই দীর্ঘ ফুটবল টুর্নামেন্টের কথা মাথায় রেখে দলের প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চকে ও আরো অনেক শক্তিশালী করতে চাইছেন কিবু ভিকুনা। সেজন্য, এবারের দল বদলের বাজার তথা সামার ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথেই একের পর এক হেভি ওয়েট ফুটবলারদের দলে যুক্ত করতে শুরু করে গতবারের দ্বিতীয় ডিভিশন আইলিগ জয়ীরা। বিভিন্ন মাধ্যম সূত্রে এবার শোনা যাচ্ছে ওয়াহেংবাম আঙ্গুসানা লুয়াংয়ের (Wahengbam Angousana Luwang) নাম।
শেষ সিজনে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এই মিজো ফুটবলার। দলের হয়ে খেলেছিলেন প্রায় দশটি ম্যাচ। শেষ পর্যন্ত আদৌ তিনি বাংলার এই শক্তিশালী ফুটবল ক্লাবের যোগদান করেন কিনা এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেক ফুটবলপ্রেমীদের।