সুরুচি ম্যাচ দিয়ে সুপার সিক্স শুরু করছে ডায়মন্ড হারবার, আর কবে ম্যাচ?

কলকাতা লিগের (CFL 2025) দল গুলির মধ্যে সুপার সিক্সের লড়াইয়ে বারংবার উঠে এসেছিল ডায়মন্ড হারবার এফসির নাম। কয়েকটি ম্যাচে তাঁদের পয়েন্ট নষ্ট হওয়ার দরুন পরবর্তী…

Diamond Harbour FC coach Kibu Vicuna is confident over quarter final of Durand Cup 2025 against Jamshedpur FC

কলকাতা লিগের (CFL 2025) দল গুলির মধ্যে সুপার সিক্সের লড়াইয়ে বারংবার উঠে এসেছিল ডায়মন্ড হারবার এফসির নাম। কয়েকটি ম্যাচে তাঁদের পয়েন্ট নষ্ট হওয়ার দরুন পরবর্তী রাউন্ডে যাওয়া নিয়ে মাঝে ধোঁয়াশা দেখা দিলেও সময়ের সাথে সাথেই ব্যাপক ছন্দে ধরা দিয়েছে বাংলার এই ফুটবল ক্লাব। যারফলে ইস্টবেঙ্গল ক্লাবের পাশাপাশি এবার সুপার সিক্সে স্থান করে নিয়েছে ডায়মন্ড হারবার। একটা সময় কলকাতা লিগের (CFL 2025) গ্রুপ বি তে শেষ তিনের মধ্যে স্থান করার ক্ষেত্রে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে ভবানীপুর ফুটবল ক্লাবের টাফ ফাইট থাকলেও পরবর্তীতে তাঁদের পিছনে ফেলে দেয় আইলিগের (CFL 2025) নয়া দল।

উল্লেখ্য, গত সপ্তাহের শুক্রবার বিকেলে সার্দান সমিতির সঙ্গে ম্যাচ ছিল ডায়মন্ড হারবার এফসির। তবে এই ম্যাচে দল মাঠে নামানো যে সম্ভব নয় তা আগের দিনই ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল সার্দান সমিতি কর্তৃপক্ষ। যারফলে ওয়াক ওভার নিয়ে সুপার সিক্স নিশ্চিত করে ফেলে বাংলার এই নতুন দল। সেই সাথে এবারের কলকাতা লিগের (CFL 2025) গ্ৰুপ স্টেজ থেকেই ছিটকে গিয়েছে ভবানীপুর ফুটবল ক্লাব। যা কিছুটা হলেও অবাক করেছে সকলকে। অবশেষে সোমবার সন্ধ্যায় সুপার সিক্সের ম্যাচ সূচি প্রকাশ করেছে বঙ্গীয় ফুটবল ফেডারেশন।

   

Advertisements

সেই অনুযায়ী আগামী ১১ই সেপ্টেম্বর নিউ আলিপুর সুরুচি সংঘের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ড শুরু করবে ডায়মন্ড হারবার। বিকেল তিনটে থেকে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে আয়োজিত হবে এই ফুটবল ম্যাচ। তারপর দিন দুয়েক বিশ্রাম। আগামী ১৪ই সেপ্টেম্বর রয়েছে হাইভোল্টেজ ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দল। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কিশোর ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। সপ্তাহ খানেক পরেই চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচ।

আগামী ২২শে সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস দলের বিপক্ষে খেলতে নামবে সুপ্রদীপ হাজরাদের দল। গতবারের ধোঁয়াশা দূরে ঠেলে এবার খেতাব জয় সম্পূর্ণ নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য বাংলার এই নয়া ফুটবল দলের।