ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিলেন এই দুই ফুটবলার

এবারের গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনে সক্রিয়তা দেখাতে শুরু করেছিল ক্লাব গুলি। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল থেকে শুরু করে…

Diamond Harbour FC Signs Rajesh Rajbhar & Amar Nath Baske

এবারের গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনে সক্রিয়তা দেখাতে শুরু করেছিল ক্লাব গুলি। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল থেকে শুরু করে আইলিগ হোক কিংবা অন্যান্য টুর্নামেন্ট। নিজেদের পরিকল্পনা অনুযায়ী ঘর গোছাতে তৎপর ছিল প্রত্যেকেই। সেক্ষেত্রে প্রথম থেকেই যথেষ্ট এগিয়ে ছিল ইস্টবেঙ্গল থেকে শুরু করে মুম্বাই সিটি সহ প্রথম ডিভিশনের ক্লাব গুলি। তবে খুব একটা পিছিয়ে ছিল না বাকিরা। মূলত প্রিমিয়ার ডিভিশন লিগ অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ খেলা ফুটবলারদের দলে টানতে মরিয়া ছিল আইলিগের ক্লাব গুলি। সেক্ষেত্রে গত কয়েক মাসে বারংবার উঠে আসতে শুরু করেছিল ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC) কথা।

Also Read | রিয়াল কাশ্মীরের এই ডিফেন্ডারকে ছিনিয়ে নিল শ্রীনিধি

   

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই একের পর দেশি ও বিদেশি ফুটবলারদের দলে টেনেছে বাংলার এই ফুটবল দল। মিকেল কোর্তাজা থেকে শুরু করে লুকা মাজসেন‌ এবং ক্লেটন সিলভেইরা দা সিলভার মতো দেশীয় ফুটবলারদের পাশাপাশি ম্যালরয় অ্যাসিস ও মিরশাদ মিচুর মত ফুটবলার ইতিমধ্যেই এসেছেন তাঁদের দলে। গত কয়েকদিন আগেই ডুরান্ড কাপের সেমিফাইনালে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে পরাজিত করেছে ডায়মন্ড হারবার এফসি। তাঁদের নিয়েই এবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিল বাংলার এই ফুটবল দল। যদিও সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত।

Also Read | অবনমন রাউন্ডে মাঠে মহামেডান অনুপস্থিত সাদার্ন, প্রশ্নের মুখে IFA?

Advertisements

গতবারের অনবদ্য পারফরম্যান্সের পর এবার আইলিগ খেলার ছাড়পত্র পেয়েছে ডায়মন্ড হারবার। তবে সেই টুর্নামেন্ট শুরু করার আগে আরও কয়েকজন ফুটবলারকে দলে টানতে আগ্ৰহী ছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ভারতীয় ফুটবলারদের দিকে বিশেষ নজর ছিল কিবু ভিকুনার এই ফুটবল দলের। অবশেষে এবার প্রিমিয়ার ডিভিশন লিগ খেলা দুই ফুটবলারকে দলে টানছে অভিষেক ব্যানার্জির এই ফুটবল ক্লাব। তাঁরা রাজেশ রাজভার এবং অমর নাথ বাস্কে। পূর্বে সুজাতা করের সার্দান সমিতির সঙ্গে যুক্ত ছিলেন রাজেশ। এবার সেখান থেকেই এই মিডফিল্ডারকে ছিনিয়ে নিল ডায়মন্ড হারবার।

অন্যদিকে, ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে যথেষ্ট নজর কেড়েছিলেন অমর নাথ। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্স শুরু করার আগে এবার তাঁকে ও চূড়ান্ত করে ফেলেছে কলকাতা ময়দানের এই চতুর্থ বৃহৎ শক্তি। এই নতুন দলে নিজেদের মানিয়ে নেওয়াই এখন অন্যতম লক্ষ্য দুই ফুটবলারের।