মহম্মদ আরবাজকে স্বাগত জানাল ডায়মন্ড হারবার এফসি

সায়ন সেনগুপ্ত, কলকাতা:  বিগত বেশ কয়েক মরসুম ধরে দারুন পারফরম্যান্স করে আসছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনার তত্ত্বাবধানে তৃতীয়…

Kerala Blasters Goalkeeper Mohammed Arbaz Joins Diamond Harbour FC on Loan for 2025 Season

সায়ন সেনগুপ্ত, কলকাতা:  বিগত বেশ কয়েক মরসুম ধরে দারুন পারফরম্যান্স করে আসছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনার তত্ত্বাবধানে তৃতীয় ও দ্বিতীয় ডিভিশন আইলিগে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে বাংলার এই ফুটবল ক্লাব। সেই সুবাদে দল স্থান করে নিয়েছে দেশের দ্বিতীয় ডিভিশন লিগে। এমনকি এবার প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ও অংশ নিয়েছিল নরহরি শ্রেষ্ঠাদের দল। যেখানে প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল ডায়মন্ড হারবার (Diamond Harbour FC)। অনায়াসেই তাঁরা স্থান করে নিয়েছিল টুর্নামেন্টের নক আউট পর্বে।

Advertisements

পরবর্তীতে ডুরান্ডের সেমিফাইনালে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে ও পরাজিত করেছিল এই ক্লাব। শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে জন আব্রাহামের শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হতে হলেও সেই হতাশা কাটিয়ে আসন্ন আইলিগে চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর ডায়মন্ড হারবার (Diamond Harbour FC)। বলাবাহুল্য, নয়া সিজনে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নিয়ে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল এই দল। সেক্ষেত্রে দেশীয় ফুটবলার নির্বাচনের পাশাপাশি বিদেশি ফুটবলারদের দলে টানার ক্ষেত্রে ও যথেষ্ট চমক দিয়েছে এই ক্লাব।

Advertisements

গত আইএসএলে দাপুটে পারফরম্যান্স করা তারকা তথা লুকা মাজসেন‌ থেকে শুরু করে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ব্রাইট এনবাখোরের মতো খেলোয়াড়দের অনেক আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলার এই শক্তিশালী দল। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। তবে সেখানেই শেষ নয়। প্রথম একাদশকে শক্তিশালী করার পাশাপাশি রিজার্ভ বেঞ্চের দিকে ও যথেষ্ট নজর ছিল সকলের। এক্ষেত্রে গত বেশ কয়েক মাস ধরেই উঠে আসতে শুরু করেছিল গোলরক্ষক মহম্মদ আরবাজের নাম। গত মরসুম পর্যন্ত দক্ষিণের দাপুটে ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

তবে এই নয়া মরসুমে লোন চুক্তির মধ্য দিয়ে এবার কেরালা ব্লাস্টার্স থেকে ডায়মন্ড হারবার এফসিতে (Diamond Harbour FC) যে যোগদান করবেন সেই কথা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। সেই ইঙ্গিত আগেই দিয়েছিল কেরালা ব্লাস্টার্স। এবার গত শুক্রবার বছর কুড়ির এই গোলরক্ষকের যোগদানের বিষয়টি জানিয়ে দিল কিবু ভিকুনার ডায়মন্ড হারবার।