ফুটবলার এলেন, সূচি নেই! ভারতীয় ফুটবলের সূচি নিয়ে ক্ষোভ স্প্যানিশ কোচের

সোমবারই শহরে পা রাখছেন ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC) দুই নতুন বিদেশি ফুটবলার, ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare) এবং সানডে আফোলাবি (Sunday Afolabi)। গত মরসুমে…

Diamond Harbour FC coach Kibu Vicuna is aware against Match of Mohmmedan SC in Durand Cup 2025

সোমবারই শহরে পা রাখছেন ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC) দুই নতুন বিদেশি ফুটবলার, ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare) এবং সানডে আফোলাবি (Sunday Afolabi)। গত মরসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার প্রথম ডিভিশনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলার এই ফুটবল ক্লাব। তবে আইলিগের (I-League) সূচি ঘিরে ফেডারেশনের অনিশ্চিত অবস্থান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন দলের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা (Kibu Vicuna)।

ডায়মন্ড হারবার এফসি গত সিজনে বাংলার ফুটবলে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তৃতীয় এবং দ্বিতীয় ডিভিশন লিগে টানা সাফল্যের ফলে এবার তারা জায়গা করে নিয়েছে প্রিমিয়ার ডিভিশনে। এই ঐতিহাসিক সাফল্যকে পাথেয় করে আরও শক্তিশালী দল গঠনের লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে ক্লাব ম্যানেজমেন্ট। দেশি-বিদেশি একাধিক ফুটবলারকে দলে টানার ক্ষেত্রে ছিল একাধিক বড়সড় চমক। তারই ধারাবাহিকতায় লুকা মাজসেন, ক্লেটন সিলভেইরা, মিকেল কোর্তাজা, ব্রাইট ও সানডে আফোলাবিকে দলে নেওয়ার সিদ্ধান্ত এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

   

Diamond Harbour FC: সোমবার বিকেলেই শহরে আসছেন এই দুই বিদেশি ফুটবলার

সোমবার বিকেল নাগাদ বেঙ্গালুরু ঘুরে কলকাতায় পৌঁছবেন ব্রাইট এনোবাখারে ও সানডে আফোলাবি। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার কিংবা বুধবার থেকেই ডায়মন্ড হারবারের অনুশীলনে দেখা যাবে এই দুই বিদেশিকে। ব্রাইটের অ্যাটাকিং দক্ষতা এবং আফোলাবির ডিফেন্সিভ দাপট নিয়ে কোচ ভিকুনা যথেষ্ট আশাবাদী। নতুন মরসুমের আগে এই দুই ফুটবলারের সংযোজন দলকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

তবে ফুটবল মাঠের বাইরে রয়েছে আরেক বড় প্রশ্নচিহ্ন। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরের লিগ আইএসএল, তার শুরু নিয়েই দেখা দিয়েছে জটিলতা। ফেডারেশন ও এফএসডিএলের মধ্যে চুক্তি সংক্রান্ত সমস্যা এখনও মেটেনি। অন্যদিকে আই লিগ, আই লিগ ২ কোনও লিগেরই সূচি এখনও পর্যন্ত জানানো হয়নি ফেডারেশনের তরফে।

Advertisements

গতবারের আই লিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশী এখনও জানে না তারা আইএসএলে খেলবে কি না। অন্যদিকে, অবনমন নিয়ে চলছে বিতর্ক— বেঙ্গালুরু ইউনাইটেড কোর্টে গিয়েছে, দিল্লি এফসির আবেদন রয়েছে আপিল কমিটির কাছে। সব মিলিয়ে শুরু থেকেই অব্যবস্থার ছবি স্পষ্ট।

এহেন পরিস্থিতিতে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনা। ডুরান্ড কাপ ফাইনালের পর তিনি বলেন, “আপাতত কয়েক দিন বিশ্রাম দেব ফুটবলারদের। তারপর আই লিগের প্রস্তুতি শুরু করব। যদি সুপার কাপে সুযোগ পাই, খেলব। না হলে প্র্যাকটিস ম্যাচ খেলেই দলকে তৈরি রাখতে হবে।” এরপরই তিনি ভারতীয় ফুটবল ক্যালেন্ডারকে তুলোধোনা করে বলেন, “স্পেনে লোয়ার ডিভিশন লিগ সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে। সেখানে দলগুলি জানে কবে, কার বিরুদ্ধে খেলবে। আর এখানে আগস্ট চলে গেল, আমরা জানিই না কবে লিগ শুরু হবে! এটা খুবই হতাশাজনক।”

সব অনিশ্চয়তার মধ্যেও নিজেদের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ডায়মন্ড হারবার এফসি। সম্ভবত বুধবার থেকেই শুরু হচ্ছে নতুন মরসুমের প্রস্তুতি। বিদেশি ফুটবলারদের উপস্থিতি দলের মনোবল বাড়াবে বলেই আশা ম্যানেজমেন্টের।

Diamond Harbour FC signs Bright Enobakhare & Sunday Afolabi but Kibu Vicuna react o I-League schedule uncertainty 2025