বিগত কয়েক বছরে বাংলার ফুটবল যথেষ্ট প্রভাব ফেলেছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। স্প্যানিশ কোচ কিবু ভিকুনার তত্ত্বাবধানে তাঁদের পারফরম্যান্স নিঃসন্দেহে তাক লাগিয়ে দিচ্ছে সকলকে। গত মরসুমে প্রিমিয়ার ডিভিশন লিগে ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি লিগ জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল এই ফুটবল ক্লাব। পরবর্তীতে তৃতীয় ও দ্বিতীয় ডিভিশন আইলিগে চূড়ান্ত সাফল্য পায় নরহরি শ্রেষ্ঠাদের দল। সেই সুবাদে এবার এই নয়া সিজনে প্রথম ডিভিশন আইলিগ তথা দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্ট খেলার ছাড়পত্র চলে এসেছে তাঁদের কাছে।
সেইমতো দল গঠন শুরু করেছে ম্যানেজমেন্ট। পূর্বে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের নিশ্চিত করেছে ডায়মন্ড হারবার। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন বাংলার এক রাইট ব্যাক। তিনি আকিব নবাব (Aqib Nawab)। পূর্বে স্পোর্টস অ্যাকাডেমি তিরুরের সঙ্গে যুক্ত ছিলেন বছর তেইশের এই ফুটবলার। তবে গত মে মাসেই শেষ হয়ে গিয়েছে সেই চুক্তি। এবার নতুন মরসুমের জন্য তাঁকে দলে চূড়ান্ত করল বাংলার এই শক্তিশালী ফুটবল ক্লাব। এই বাঙালি ফুটবলারের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের রিজার্ভ বেঞ্চকে।
একটা সময় রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস থেকে উঠে এসেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে যোগদান করেছিলেন চেন্নাইয়িন এফসির যুব দলে। সেখান কয়েক সিজন থাকার পর চলে যান আইলিগের ক্লাব বেঙ্গালুরু ইউনাইটেডে। তারপর গত ২০২৪-২০২৫ মরসুমে যোগদান করেছিলেন তিরুর ফুটবল দলে। সেখান থেকেই এবার খেলতে দেখা যেতে চলেছে ডায়মন্ড হারবার এফসির জার্সিতে। কলকাতা ময়দানের অন্যতম এই শক্তিশালী ফুটবল দলের জার্সিতে নিজেকে মেলে ধরাই প্রধান লক্ষ্য থাকবে এই ফুটবলারের।
অন্যদিকে, শেষ সিজনের মতো এবার ও দলকে সাফল্যের মধ্যে রাখতে চাইবেন কিবু ভিকুনা। সেক্ষেত্রে এবার ও তাঁর পছন্দকেই গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট।