উয়াড়ীর বিপক্ষে রুদ্ধশ্বাস জয় ডায়মন্ড হারবার, অভিষেক ম্যাচেই গোল গাংতের

সূচি অনুযায়ী শনিবার বিকেলে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ডায়মন্ড হারবার এফসি। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ময়দানের অতিপরিচিত ফুটবল…

Thangalsun Gangte

সূচি অনুযায়ী শনিবার বিকেলে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ডায়মন্ড হারবার এফসি। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ময়দানের অতিপরিচিত ফুটবল দল উয়াড়ী অ্যাথলেটিক ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে ১-০ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে কিবু ভিকুনার ছেলেরা। এদিন ডায়মন্ড হারবার এফসির হয়ে জয়সূচক গোলটি করে যান থাংলালসন গাংতে (Thanglalson Gangte)। শেষ মুহূর্তে তাঁর এই গোলে ৩ পয়েন্ট সুনিশ্চিত হওয়ায় যথেষ্ট খুশি সকলে।

Advertisements

উল্লেখ্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট সাবধানী মেজাজে দেখা গিয়েছিল উভয় দলের ফুটবলারদের। সুযোগ মতই বল নিয়ে আক্রমণে উঠে আসার পাশাপাশি প্রতিআক্রমণ রোধের ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখান উভয় দলের খেলোয়াড়রা। যারফলে গোলশূন্যভাবেই শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক হয়ে ওঠে দ্বিতীয় ডিভিশনের আইলিগ জয়ীরা। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না কিছুতেই। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ম্যাচের ফলাফলে বদল না আসলেও শেষ মুহূর্তে প্রতিপক্ষের গোলে বল ঠেলে দিয়ে যান গাংতে‌।

   

প্রায় ৯৫ মিনিটের মাথায় এই দাপুটে ফুটবলারের গোলে জয় ছিনিয়ে নেয় ডায়মন্ড হারবার এফসি। প্রিমিয়ার ডিভিশন লিগ তথা কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচ খেলতে নেমে গোল করে যথেষ্ট উচ্ছ্বসিত মনিপুরের এই ফুটবলার। একটা সময় সুদেবা দিল্লি থেকে উঠে এসেছিলেন তিনি। পরবর্তীতে যোগদান করেছিলেন দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগের ক্লাব চেন্নাইয়িন এফসিতে‌। মূলত যুবদলের ক্ষেত্রেই তাঁকে যুক্ত করেছিল আইএসএল জয়ীরা। কিন্তু গত কয়েকদিন আগেই তাঁকে রিলিজ করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব।

সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে দলে টেনে নিয়েছিল ডায়মন্ড হারবার এফসি‌। তারপর আজ ছিল তাঁর কলকাতা লিগের অভিষেক ম্যাচ। সেখানেই বাজিমাত। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে এই ফুটবলারের।