দল নামাচ্ছে না সার্দান সমিতি, সুপার সিক্সে ডায়মন্ড হারবার এফসি

কলকাতা, ৪ সেপ্টেম্বর: বহু অঘটনের সাক্ষী থেকেছে এবারের প্রিমিয়ার ডিভিশন লিগ (Calcutta Football League)। ময়দানের একাধিক দুর্বল দলের কাছে খুব সহজেই আটকে গিয়েছে কলকাতা ময়দানে…

diamond Harbour FC

কলকাতা, ৪ সেপ্টেম্বর: বহু অঘটনের সাক্ষী থেকেছে এবারের প্রিমিয়ার ডিভিশন লিগ (Calcutta Football League)। ময়দানের একাধিক দুর্বল দলের কাছে খুব সহজেই আটকে গিয়েছে কলকাতা ময়দানে তিন প্রধান। ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান। যা কিছুটা হলেও হতবাক করেছে সকলকে। গত সিজনে অপরাজিত ভাবে কলকাতা ফুটবল লিগ শেষ করলেও এবার একাধিক ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। যদিও শেষ পর্যন্ত সুপার সিক্স নিশ্চিত করেছে লাল-হলুদ শিবির। তবে এবার সে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ থেকেছে বাকি দুই প্রধান। নিঃসন্দেহে যা হতাশাজনক সকলের কাছেই।

Also Read |  বেঙ্গালুরু এফসির এই লেফট ব্যাককে দলে নিতে মরিয়া গোকুলাম কেরালা

   

তবে অন্যান্য দল গুলির পাশাপাশি সুপার সিক্সের লড়াইয়ে বারংবার উঠে আসতে শুরু করেছিল ডায়মন্ড হারবার এফসির নাম। কয়েকটি ম্যাচে তাঁদের পয়েন্ট নষ্ট হওয়ার দরুন পরবর্তী রাউন্ডে যাওয়া নিয়ে মাঝে ধোঁয়াশা দেখা দিলেও সময়ের সাথে সাথেই ব্যাপক ছন্দে ধরা দিয়েছে বাংলার এই ফুটবল ক্লাব। যারফলে ইস্টবেঙ্গল ক্লাবের পাশাপাশি এবার সুপার সিক্সে চলে গেল ডায়মন্ড হারবার। একটা সময় কলকাতা লিগের গ্রুপ বি তে শেষ ছয়ের মধ্যে স্থান করার ক্ষেত্রে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে ভবানীপুর ফুটবল ক্লাবের টাফ ফাইট থাকলেও এবার তাঁদের পিছনে ফেলে দিল আইলিগের নতুন দল।

Also Read | সুযোগ নষ্ট করে আফগানিস্তানের বিরুদ্ধে হতাশাজনক ড্র ভারতের

Advertisements

গ্ৰুপ পর্বের ম্যাচের সূচি অনুসারে শুক্রবার বিকেলে সার্দান সমিতির সঙ্গে ম্যাচ ছিল ডায়মন্ড হারবার এফসির। তবে এই ম্যাচে দল মাঠে নামানো যে সম্ভব নয় তা ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে সার্দান সমিতি কর্তৃপক্ষ। যারফলে ওয়াক ওভার নিয়ে সুপার সিক্স নিশ্চিত করে ফেলল ডায়মন্ড হারবার। সেই সাথে এবারের কলকাতা লিগের গ্ৰুপ স্টেজ থেকেই ছিটকে গেল ভবানীপুর ফুটবল ক্লাব। এবার ট্রফি জয়ের রাউন্ডে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে দলের সকল ফুটবলারদের।

অন্যদিকে, গতবারের মতোই বিজয়ী ভঙ্গিতে সুপার সিক্সে দাপট দেখাতে চাইবে বিনো জর্জের ইস্টবেঙ্গল। তবে গতবারের মতো এবার যে লড়াইটা যথেষ্ট চ্যালেঞ্জিং সেটা বলাই চলে।