শেষ কিছু সিজনে বঙ্গীয় ফুটবলে যথেষ্ট উন্নতি ঘটিয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। বিশেষ করে স্প্যানিশ কোচ কিবু ভিকুনার তত্ত্বাবধানে তাঁদের পারফরম্যান্স নিঃসন্দেহে চমকে দিয়েছিল ফুটবলপ্রেমীদের। আগের বছর কলকাতা লিগে ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি লিগ জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল এই ফুটবল ক্লাব। পরবর্তীতে তৃতীয় ও দ্বিতীয় ডিভিশন আইলিগে চূড়ান্ত সাফল্য পায় বাংলার দল। যারফলে প্রথৎ ডিভিশন আইলিগ খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি।
এক্ষেত্রে গতবারের তুলনায় দলকে আরও শক্তিশালী করাই প্রধান লক্ষ্য ম্যানেজমেন্টের। পূর্বে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের নিশ্চিত করেছে ডায়মন্ড হারবার। বিগত কয়েক সপ্তাহে সেইমতো একাধিক ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করা হয়েছে ক্লাবের সোশ্যাল সাইটের তরফে। কিন্তু সেখানেই শেষ নয়। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে এক স্প্যানিশ ডিফেন্ডারের নাম। তিনি মাইকেল কোর্তাজার। পূর্বে এসডি আমোরেবিয়েটার সঙ্গে যুক্ত ছিলেন এই লেফট ব্যাক। তবে চলতি মাসের প্রথমেই শেষ হয়েছে সেই চুক্তি। সেদিকে নজর রেখেই তাঁকে দলে টানতে মরিয়া ডায়মন্ড হারবার।
একটা সময় স্পেনের সক্রিয় ফুটবল ক্লাব বিলবাওয়ের যুব দল থেকে উঠে এসেছিলেন এই ডিফেন্ডার। সেখানে বেশ কয়েক বছর কাটানোর পর সিডি বাস্কোনিয়ায় যোগদান করেছিলেন মাইকেল। তারপর সান্টুটাক্সু থেকে শুরু করে বিলবাও অ্যাথলেটিক, ইউডি লগরনস, চালোর,সহ এস ডি টারাজোনার মতো দলের হয়ে খেলেছিলেন এই ফুটবলার। সব ঠিকঠাক থাকলে এবার ডায়মন্ড হারবার এফসির জার্সিতে খেলতে দেখা যেতে পারে মাইকেলকে। এখন সেদিকেই নজর থাকবে সকলের।
বলাবাহুল্য, গত কয়েকদিন আগেই শহরে এসে গিয়েছিলেন দলের তারকা ফুটবলার ক্লেটন দা সিলভেরা। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো শহরে এসে পৌঁছে যাবেন বাকিরা।