সবুজ-মেরুনের বিপক্ষে মাঠে নামার আগে কী বললেন ভিকুনা?

জয়ের মধ্য দিয়েই ডুরান্ড কাপ শুরু করেছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। গত জুলাইয়ে মাসের শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত…

Kibu Vicuna

জয়ের মধ্য দিয়েই ডুরান্ড কাপ শুরু করেছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। গত জুলাইয়ে মাসের শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছিল কিবু ভিকুনার (Kibu Vicuna) ছেলেরা। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন স্লোভেনিয়ান তারকা লুকা মাজসেন। তারপর আগস্টের প্রথম দিকে ও বজায় থেকেছে সেই ধারাবাহিকতা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে প্রায় সাত গোলের ব্যবধানে বিএসএফ দলের বিপক্ষে জয় ছিনিয়ে নেয় বাংলার এই ফুটবল দল। ডায়মন্ড হারবার এফসির হয়ে চারটি গোল একাই করেছিলেন ব্রাজিলিয়ান তারকা ক্লেইটন সিলভেইরা।

আগামী শনিবার ও সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে মেলরয় অ্যাসিস থেকে শুরু করে নরহরি শ্রেষ্ঠাদের। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে তাঁদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট দলের সঙ্গে। এক্ষেত্রে লড়াইটা যে একেবারেই সহজ হবে না সেটা ভালো মতোই জানেন মোহনবাগানের প্রাক্তন আইলিগ জয়ী কোচ। গত রাতেই শহরে এসে গিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা দিমিত্রি পেত্রাতোস। এছাড়াও তাঁর আগেই এসে গিয়েছিলেন জেমি ম্যাকলারেন থেকে শুরু করে জেসন কামিন্স ও টম অলড্রেডের মতো ফুটবলাররা। তাছাড়া এই টুর্নামেন্টের প্রথম থেকেই দারুন ছন্দে রয়েছেন লিস্টন কোলাসো।

   

তাই সবদিক মাথায় রেখেই এগোতে চাইছেন ডায়মন্ড হারবারের কিবু স্যার। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, ” সপ্তাহের শুরু থেকেই আমাদের দলের ফুটবলার নিজেদের প্রস্তুত করেছে। বলতে গেলে এটা আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আমরা এবার দেশের সেরা ফুটবল দলের সঙ্গে খেলতে চলেছি। তাঁরা গতবছর আইএসএলের লিগ কাপের পাশাপাশি লিগ শিল্ড জয় করেছিল। এক কথায় বলতে গেলে এটা যথেষ্ট চ্যালেঞ্জিং আমাদের কাছে। তবে ডায়মন্ড হারবার দল সব সময় জয়ের জন্যই মাঠে লড়াই করতে নামে। আমরা জানি ম্যাচটা কতটা কঠিন হতে চলেছে। তবে আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। সেই সাথে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল খেলার টার্গেট থাকবে।”

Advertisements

সেইসাথে চোট আঘাতের প্রসঙ্গে জানতে চাওয়া হলে দলের মধ্যে বর্তমানে যে সেরকম সমস্যা নেই তা পরিষ্কারভাবে জানিয়ে দেন কিবু ভিকুনা‌। যালফলে বলা যায় প্রায় গোটা দল নিয়েই মাঠে নামতে পারবে ডায়মন্ড হারবার। তবে প্রতিপক্ষ দলের প্রসঙ্গে আরও বলেন, “মোহনবাগানের বিরুদ্ধে প্রতিটি ম্যাচই আমাদের জন্য বিশেষ। কারণ আমি সেখানে ছিলাম, এবং‌ আমরা আই-লিগ জিতেছি। আমি অনুভব করি সমর্থকদের, সমর্থন এবং ভালোবাসাকে। তাই প্রতিটি সময় বিশেষ হতে চলেছে। কিন্তু আমরা ডায়মন্ড হারবার দল নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। এই ম্যাচ নিয়ে আমরা যথেষ্ট উৎসাহিত।”